PM Narendra Modi: ‘দলের শক্তিবৃদ্ধিতে নিরলস কাজ করেন’, ঝাড়খণ্ডে বিজেপির সদর দফতরের কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ মোদী

PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমাদের আদিবাসী সম্প্রদায়ের তখনই উন্নতি হবে, যখন আদিবাসী যুবকরা ভাল শিক্ষার সুযোগ পাবে। সেজন্যই কেন্দ্রীয় সরকার এই স্কুলগুলি শুরু করছে। ৪০টি স্কুল এখন থেকে চালু হল। আরও ২৫টি স্কুলের শিলান্যাস করা হল।"

PM Narendra Modi: 'দলের শক্তিবৃদ্ধিতে নিরলস কাজ করেন', ঝাড়খণ্ডে বিজেপির সদর দফতরের কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ মোদী
বিজেপি কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Updated on: Oct 02, 2024 | 8:02 PM

রাঁচী: ঝাড়খণ্ডে বিজেপির সদর দফতরের কর্মী তাঁরা। সেই কর্মীদের সঙ্গে বুধবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাঁচী বিমানবন্দরে ওই কর্মীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। দলের শক্তিবৃদ্ধিতে তাঁদের নিরলস পরিশ্রমের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

ওই কর্মীদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “বিজেপি অফিসে কর্মরত কর্মীদের সঙ্গে রাঁচী বিমানবন্দরে সাক্ষাৎ হল। আমি গর্বিত যে আমাদের দলে এমন অনেক কর্মী রয়েছেন, যাঁরা দলকে শক্তিশালী করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন।”

এই খবরটিও পড়ুন

এদিন ঝাড়খণ্ডের হাজারিবাগে একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। ৮৩ হাজার ৩০০ কোটির বেশি টাকার প্রকল্পের শিলান্যাস ও সূচনা করেন। হাজারিবাগে একটি জনসভায় বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান, ৪০টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস) চালু হল। এবং আরও ২৫টি ইএমআরএসের শিলান্যাস করা হল।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের আদিবাসী সম্প্রদায়ের তখনই উন্নতি হবে, যখন আদিবাসী যুবকরা ভাল শিক্ষার সুযোগ পাবে। সেজন্যই কেন্দ্রীয় সরকার এই স্কুলগুলি শুরু করছে। ৪০টি স্কুল এখন থেকে চালু হল। আরও ২৫টি স্কুলের শিলান্যাস করা হল।” গত ১৭ দিনে এই নিয়ে দ্বিতীয়বার ঝাড়খণ্ড সফরে এলেন প্রধানমন্ত্রী। এর আগে ১৫ সেপ্টেম্বর জামশেদপুরে এসেছিলেন।

৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় চলতি বছরের ডিসেম্বর নির্বাচন হওয়ার সম্ভাবনা। বর্তমান সরকারের মেয়াদ ২০২৫ সালের জানুয়ারিতে শেষ হবে। তবে নির্বাচন কমিশন এখনও ভোটের তারিখ ঘোষণা করেনি।