Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাত সকালে ভয়াবহ ভূমিকম্প! কেঁপে উঠল কলকাতার মাটিও

সাত সকালে কেঁপে উঠল মাটি। কেঁপে উঠল কলকাতা (Kolkata), উত্তরবঙ্গের একাধিক জেলা (North Bengal)।

সাত সকালে ভয়াবহ ভূমিকম্প! কেঁপে উঠল কলকাতার মাটিও
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 28, 2021 | 9:05 AM

কলকাতা: সাত সকালে মারাত্মকভাবে কেঁপে উঠল অসমের মাটি। কেঁপে উঠল কলকাতা (Kolkata), উত্তরবঙ্গের একাধিক জেলা (North Bengal)। ভূমিকম্পের উৎসস্থল অসমের (Assam) তেজপুর। রিখটার স্কেলে যার তীব্রতা ৬.৭।

কয়েক মিনিটের ব্যবধানেই অসমে পরপর তিনটি ভূমিকম্প হয়। সকাল ৭টা ৫১ মিনিটে প্রথম ভূমিকম্প অসমের সনিৎপুর। সেখানে ভূমিকম্পের তীব্রতা ৬.৪। ৭টা ৫৮ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প। উৎসস্থল অসমের তেজপুর। তীব্রতা ৪.৩। তৃতীয় ভূমিকম্প ৮টা১ মিনিটে। তীব্রতা ৪.৪।

Earthquake North Bengal Assam Kolkata

নিজস্ব চিত্র

কম্পন অনুভূত হয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়িতে। ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায়। কেঁপে উঠেছে বাংলাদেশের মাটিও।

কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প অনুভূত হয় গুজরাটের কচ্ছ ও বিহারেও। তবে লাগাতর চলতে থাকে ভূমিকম্পের আফটার শক। ৮টা ৪৪ মিনিটে অসমের তেজপুরে আরও একবার অনুভূত হয় কম্পন। তীব্রতা ৩.৬।

ভূমিকম্পের তীব্রতা ঠিক কতটা, তা রিখটার স্কেলের মাত্রাই বলে দিচ্ছে। বেশ কয়েকটি এলাকায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। কিছু জায়গার ছবি দেওয়া হল। অনেক জায়গাতেই বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। কম্পন অনুভূত হওয়াতেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন অনেকে। মৃত্যুর কোনও খবর নেই। তবে বেশ কয়েকটি এলাকায় বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত।