AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাতসকালে জোড়া ভূমিকম্প, দুলে উঠল সিকিম

বারবার কেঁপে উঠছে সিকিম, কী বলছেন ভূ-বিজ্ঞানীরা

সাতসকালে জোড়া ভূমিকম্প, দুলে উঠল সিকিম
প্রতীকী চিত্র।
| Updated on: Feb 02, 2021 | 10:09 AM
Share

সিকিম: সাতসকালে জোড়া ভূমিকম্প সিকিমে। ২০ মিনিটের ব্যবধানে দু’বার কম্পন। রিখটার স্কেলে একটি ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬, অপরটি ৪.৯। মঙ্গলবার প্রথম ভূমিকম্পটি হয় ৮টা ১ মিনিটে। এরপরই ফের ৮টা ২২ নাগাদ দুলে ওঠে সিকিমের বিস্তীর্ণ এলাকা। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন এলাকার লোকজন। বহুতল থেকে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা।

ভূ-বিজ্ঞানীদের বক্তব্য, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট উত্তর-পূর্ব দিকে সরছে। তারই ফলাফল এই ভূমিকম্প। একটি ভূমিকম্প হিমালয়ের উত্তর পূর্ব প্রান্তে হয়েছে। অপর কম্পন হয়েছে হিমালয়ের উত্তর পশ্চিম প্রান্তে। ভূমি বিজ্ঞানীদের পরিভাষায় একে বলে ‘পাত স্থানান্তরণ’।

আরও পড়ুন: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা, এক ধাক্কায় নামল পারদও

মূলত চ্যুতি রেখা এবং ভূমি ভাগের মধ্যে তাপমাত্রার বড়সড় হেরফেরের জন্য এই ধরনের ভূমিকম্প হয়। যেহেতু হিমালয়ে একটানা বরফ পড়ছে, সে কারণেই চ্যুতি রেখা এবং ভূমি ভাগের তাপমাত্রার মধ্যে অনেকটাই তফাৎ তৈরি হয়েছে। এর জেরে আগামিদিনে ফের বড় কোনও ভূকম্পন হতে পারে, এমন সম্ভাবনার কথাও শুনিয়ে রেখেছেন ভূ-বিজ্ঞানীরা।