উত্তপ্ত উপত্যকা, সকাল থেকে এনকাউন্টার শুরু বারামুল্লায়

গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তাবাহিনী বারামুল্লার ক্রেরি এলাকার ওয়ানিগাম পাইন অঞ্চলে তল্লাশি শুরু করে। তখনই নিরাপত্তাবাহিনীর উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

উত্তপ্ত উপত্যকা, সকাল থেকে এনকাউন্টার শুরু বারামুল্লায়
চলছে তল্লাশি অভিযান। ছবি:ANI
Follow Us:
| Updated on: Dec 24, 2020 | 2:29 PM

শ্রীনগর: ফের উত্তপ্ত উপত্যকা। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বারামুল্লা (Baramulla) জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয় (Encounter)। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলি সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তাবাহিনী বারামুল্লার ক্রেরি এলাকার ওয়ানিগাম পাইন অঞ্চলে তল্লাশি শুরু করে। তখনই নিরাপত্তাবাহিনীর উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কিছু সময়ের মধ্যেই তা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই, যা এখনও চলছে।

এর আগে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন (District Development Council Election) চলাকালীনও উপত্যকায় উপস্থিত জঙ্গিদের উপর এনকাউন্টার অভিযান চালায় পুলিস ও সীমান্তরক্ষী বাহিনী। সেই এনকাউন্টারে এক জঙ্গি ধরা পড়ে, পালিয়ে যায় তাঁর সঙ্গীসাথীরা।

বিগত কয়েক মাস ধরেই সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এর আগে জম্মুর নাগরোটাতেও পুলিসি এনকাউন্টারে খতম হয় চার জঙ্গি। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর সূত্রে পাক যোগ প্রমাণিত হয়। চলতি মাসের শুরুতেও পুলওয়ামা জেলায় গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করা হয়।

আরও পড়ুন: মাঝপথে আটক প্রিয়াঙ্কা, রাহুল গেলেন রাষ্ট্রপতির কাছে, বললেন ‘দেশে কোনও গণতন্ত্র নেই’