ভিডিয়ো: ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে গর্বিত’, ভূস্বর্গে মোদীর প্রশংসায় পঞ্চমুখ আজ়াদ

আগেই নরেন্দ্র মোদীর বক্তব্যের পর নবি আজ়াদের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে।

ভিডিয়ো: 'প্রধানমন্ত্রীর নেতৃত্বে গর্বিত', ভূস্বর্গে মোদীর প্রশংসায় পঞ্চমুখ আজ়াদ
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 28, 2021 | 7:16 PM

শ্রীনগর: রাজ্যসভায় যে দিন মেয়াদ ফুরিয়েছিল গুলাম নবির (Gula Nabi Azad), সে দিন চোখে জল এসেছিল মোদীর (Narendra Modi)। কাঁপা কাঁপা গলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজ়াদের সঙ্গে কাটানো স্মৃতির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। পাল্টা মোদীকেও ধন্যবাদ জানিয়েছিলেন তৎকালীন রাজ্যসভার প্রধান বিরোধী দলনেতা। আজ়াদের উদ্দেশে নমো বলেছিলেন, “এ কথা মনে করলে চলবে না যে আপনি সংসদে নেই। আপনার জন্য দরজা সব সময় খোলা।” এ বার মোদীর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হলেন আজ়াদ।

প্রাক্তন রাজ্যসভার সাংসদ বলেন, “প্রধানমন্ত্রীর মতো নেতাদের জন্য আমি গর্বিত। তিনি গ্রাম থেকে চা বিক্রি করে উঠে এসেছেন। নিজের বিষয়ে কিছু লুকিয়ে রাখেননি। আমরা বিরোধী হতে পারি, কিন্তু অতীত গোপন না রাখার জন্য আমি তাঁর কদর করি।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজ়াদের মুখে এহেন কথা নিঃসন্দেহে ভ্রূ উঁচিয়েছে কংগ্রেস নেতৃত্বের। কারণ একদিন আগেই জম্মু ও কাশ্মীরের সম্মেলনে কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেছিলেন কপিল সিব্বল। বর্ষীয়ান কংগ্রেস নেতা আক্ষেপের সুরে অভিযোগ করেছিলেন, কংগ্রেস আজ়াদের মূল্য বোঝেনি।

সিব্বলের এই অভিযোগের পরই মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন গুলাম নবি আজ়াদ। আগেই নরেন্দ্র মোদীর বক্তব্যের পর নবি আজ়াদের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। বিশেষজ্ঞ মহলের একাংশ এ-ও জানিয়েছিল, কাশ্মীরবাসীর মন জয় করতেই গুলাম নবি আজ়াদের বিষয়ে আবেগপ্রবণ হয়েছিলেন নমো। তবে একদিকে আজ়াদের মুখে মোদীর এহেন প্রশংসা, আর সিব্বলের মুখে সমালোচনা মিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে কিছুটা হলেও বিপাকে কংগ্রেস হাই কম্যান্ড।

আরও পড়ুন: তরুণীর আত্মহত্যায় জড়িত থাকার অভিযোগ, চাপের মুখে পদত্যাগ বনমন্ত্রীর