তরুণীর আত্মহত্যায় জড়িত থাকার অভিযোগ, চাপের মুখে পদত্যাগ বনমন্ত্রীর
৮ ফেব্রুয়ারি পুণে(Pune)-তে আত্মহত্যা করেন পুজা চাভান নামক বছর ২৩-র এক তরুণী। দু'দিন পরই একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। বিজেপি(BJP)-র তরফে দাবি করা হয়, অডিয়ো ক্লিপের একটি কণ্ঠ সঞ্জয় রাঠোর(Sanjay Rathore)-র।
মুম্বই: বিরোধীদের দাবিকেই মান্যতা দিলেন মহারাষ্ট্রের বনমন্ত্রী। এক তরুণীর আত্মহত্যায় বনমন্ত্রী সঞ্জয় রাঠোর (Sanjay Rathod)-র নাম জড়ানোর পরই তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছিল বিজেপি(BJP)। রবিবার কার্যত সেই দাবিই পূরণ করে রবিবার তিনি মন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ করলেন।
গত ৮ ফেব্রুয়ারি পুণেতে আত্মহত্যা করেন পুজা চাভান নামক বছর ২৩-র এক তরুণী। আদতে মহারাষ্ট্রের বীর জেলার বাসিন্দা হলেও স্পোকেন ইংলিশের কোর্স করার জন্য তিনি নিজের ভাই ও বন্ধুদের সঙ্গে পুণেতে থাকতেন। ওই তরুণীর মৃত্যুর দু’দিন পরই একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। সেখানে দুই পুরুষ কণ্ঠ শোনা যায়, যাঁরা ওই তরুণীর মৃত্যু নিয়ে কথা বলছেন। এরপরই বিজেপির তরফে দাবি করা হয় যে, একটি পুরুষকণ্ঠ বনমন্ত্রী সঞ্জয় রাঠোরের।
আরও পড়ুন: মাও আদর্শ ‘ফাঁপা’, দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ তিন নকশালের
এদিন পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের কাছে আমার পদত্যাগ পত্র জমা দিয়েছি। যেহেতু আমার বিরুদ্ধে একজন মহিলার মৃত্যুর পিছনে হাত থাকার অনৈতিক অভিযোগ আনা হয়েছে, আমার মনে হয় না এরপরও মন্ত্রীপদে থাকা উচিত। আমি কর্তৃপক্ষের কাছে সেই আবেদন জানাচ্ছি, এই বিষয়ে যেন তদন্ত করে আসল সত্যিটা সামনে আনা হয়।”
পুজার আত্মহত্যার বিষয়টি সামনে আসার পরই মহারাষ্ট্রের বিজেপি সংগঠনের তরফে টুইট করে বলা হয়, “পুজা চাভানের আত্মহত্যা মামলায় অভিযুক্ত মন্ত্রীর পদত্যাগ করা উচিত! বীর জেলায় সঞ্জয় রাঠোরের মূর্তি পুড়িয়েও প্রতিবাদ প্রদর্শন করেছে বিজেপি।” মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ(Devendra Fadnavis)-ও গত সপ্তাহে সঞ্জয় রাঠোরের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “ওনার বিরুদ্ধে একাধিক প্রমাণ থাকলেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। যদি মিডিয়ার রিপোর্ট প্রকাশিত না হত, তবে কিছুই জানা যেত না। পুলিশ নিজেও চাপের মধ্যে রয়েছে। প্রথমে পুলিসের অন্দরেই তদন্ত হওয়া উচিত।”
বিজেপির তরফে প্ররোচনার অভিযোগ ও আজ মন্ত্রী পদত্যাগ করলেও এখনও মৃতার পরিবারের তরফে কোনও অভিযোগ জানানো হয়নি।
আরও পড়ুন: ‘রাহুল ভাইয়া ছুটিতে ছিলেন’, মৎস্যমন্ত্রক বিতর্কে নয়া ইন্ধন শাহের