Exit Poll Results 2022 LIVE Streaming: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা, কখন ও কোথায় দেখবেন, জেনে নিন
Assembly Elections Exit Poll Results 2022 LIVE updates: ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সকলে নির্বাচনের ফলাফল জানার জন্য উদগ্রীব হবেন। গোয়া, পঞ্জাব ও উত্তরাখণ্ডে এক দফাতেই নির্বাচন হয়েছিল।
নয়া দিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিকে নজর ছিল সারা দেশের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পঞ্জাবের বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি সব রাজ্যের ভোটগ্রহণ শেষ হয়ে গেলেও, আজ দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশে শেষ দফার নির্বাচন। ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সকলে নির্বাচনের ফলাফল জানার জন্য উদগ্রীব হবেন। গোয়া, পঞ্জাব ও উত্তরাখণ্ডে এক দফাতেই নির্বাচন হয়েছিল। উত্তর পূর্বের মণিপুরে ২ দফায় হয়েছিল নির্বাচন, যদিও উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন ৭ দফায় হওয়ার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ তারিখ বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে। তবে আজ সন্ধে ৬ টা থেকেই বুথফেরত সমীক্ষা ফল সামনে আসতে শুরু করবে বলেই মনে করা হচ্ছে। কারণ ভোট প্রক্রিয়া শেষ হওয়ার আগে কোনও ধরনের বুথ ফেরত সমীক্ষা প্রকাশে কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে।
কোথায় দেখবেন বুথফেরত সমীক্ষা
বুথফেরত সমীক্ষার সব তথ্য একদম নির্ভুল ভাবে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে টিভি ৯ বাংলা। সন্ধের ৬ টা থেকে টিভি ৯ বাংলা চ্যানেলে এই বুথফেরত সমীক্ষা সম্প্রচারিত হতে চলেছে। টিভি ৯ নেটওয়ার্ক ও পোলস্ট্র্যাট এজেন্সি যৌথভাবে এই বুথফেরত সমীক্ষা চালিয়েছে। টিভি ৯ বাংলা চ্যানেলের পাশাপাশি পাঁচ রাজ্যের বুথফেরত সমীক্ষা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি কোথায় কোথায় দেখা যাবে…
লাইভ টিভি : https://tv9bangla.com/live-tv
বাংলা ওয়েবসাইট: https://tv9bangla.com/
ইউটিউব: https://www.youtube.com/channel/UCHCR4UFsGwd_VcDa0-a4haw
টুইটার: https://twitter.com/Tv9_Bangla
ফেসবুক: https://www.facebook.com/TV9BanglaLive
লাইভ ব্লগ : এক নজরে টিভি৯ নেটওয়ার্কের বুথ ফেরত সমীক্ষা
আরও পড়ুন Share Market: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ‘রক্তপাত’ শেয়ার বাজারে! হু হু করে বাড়ছে তেল-সোনার দাম