AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Accident Viral Video: দিল্লির মাঝ রাস্তাতে ঝগড়া! বাইক চালককে পিষে দেওয়ার চেষ্টা সাদা স্করপিওর, দেখুন ভিডিয়ো

viral video: জানা গিয়েছে, রবিবার সকালে দিল্লির অর্জনগড় মেট্রো স্ট্রেশনের সামনে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, আহত বাইকারের নাম শ্রেয়াংস এবং তাঁর বয়স ২০ বছরের আশেপাশে।

Delhi Accident Viral Video: দিল্লির মাঝ রাস্তাতে ঝগড়া! বাইক চালককে পিষে দেওয়ার চেষ্টা সাদা স্করপিওর, দেখুন ভিডিয়ো
ছবি: সোশ্যাল মিডিয়া
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 6:34 PM
Share

নয়া দিল্লি: দু’চাকার যে কোনও গাড়ি চালানো বিপজ্জনক। কারণ বেপরোয়া গতিতে গাড়ি না চালালেও সামান্য ভুলে ভারসাম্যের বিন্দুমাত্র এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। রাজধানী দিল্লিতে ‘হিট অ্যান্ড রান’-এর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনদের অনেকেই শিউরে উঠেছেন। ইতিমধ্যেই ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একদল বাইকার দিল্লির রাজপথ দিয়ে যাওয়ার সময় এক স্করপিও চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রত্যেক বাইকাররা নিজেদের রাইডের মুহূর্ত বিশেষ ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখেন। এই বাইকারদের দলের একজনেও ক্যামেরা চালু ছিল। তাঁর ক্যামেরাতেই গোটা ঘটনাটি ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ঝগড়ার পর ওই স্করপিও চালক তীব্রগতি একজন বাইকারের দিকে ধেয়ে গিয়ে তাঁকে পিষ দেওয়ার চেষ্টা করেন। স্করপিওর মত শক্তিশালী গাড়ির ধাক্কায় ওই বাইক আরোহী বাইক সমেত মাঝ রাস্তায় ছিটকে পড়ে যান। গাড়ি ধাক্কায় রাস্তায় থাকা ডিভাইডারে গিয়ে ধাক্কা মারেন ওই বাইক চালক।

জানা গিয়েছে, রবিবার সকালে দিল্লির অর্জনগড় মেট্রো স্ট্রেশনের সামনে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, আহত বাইকারের নাম শ্রেয়াংস এবং তাঁর বয়স ২০ বছরের আশেপাশে। বন্ধুদের সঙ্গে বাইকিং ট্রিপ শেষে সে দিল্লিতে ফিরছিল। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অনুরাগ আইয়ার নামের এক টুইটার ব্যবহারকারী ঘটনার ভিডিয়ো টুইটারে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারকে ট্যাগ করেছেন। তাঁর দাবি এই ঘটনায় শ্রেয়াংসের প্রাণহানিও হতে পারত। ওই ব্যক্তি লিখেছেন, “দয়া করে আমাদের সাহায্য করুন। স্করপিও চালক আমাদের বন্ধুকে গাড়ি নিচে পিষে প্রায় মেরেই ফেলছিল। এই কারণে আমরা ভোট অথবা ট্যাক্স দিই না।”