দাউদাউ করে জ্বলছে কামরা, বিধ্বংসী আগুন দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে
আজ দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ ট্রেনের C-4 কামরায় আগুন লাগে। তবে সুরক্ষিত রয়েছেন যাত্রীরা, এমনটাই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
কাঁসরো: মাঝপথেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন। দাউদাউ করে জ্বলছে ট্রেনের শেষ কামরা, কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন লেগেছ। উত্তরাখণ্ডের কাঁসরোয়ের কাছে আচমকাই ট্রেনের C-4 কামরায় আগুন লাগে। সেই সময় ওই কামরায় উপস্থিত ছিলেন ৩৫ জন যাত্রী, তবে সকলকেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে দেহরাদুনের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের কাঁসরাওয়ের কাছে আচমকাই আগুন লেগে যায় C-4 কামরায়। নিমেষেই ছড়িয়ে যায় সেই আগুন। সেই সময় ট্রেনে উপস্থিত ছিলেন ৩৫ জন যাত্রী। স্থানীয় বাসিন্দা ও রেল আধিকারিকদের তৎপরতায় সুরক্ষিতভাবেই যাত্রীদের উদ্ধার করে আনা হয়।
ঘটনাস্থলে দমকল পৌঁছতে দেরি হওয়ায় স্থানীয় বাসিন্দারাই আশেপাশের অঞ্চল থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই দমকল পৌঁছে যায় ও আগুন নেভানো সম্ভব হয়।
এই বিষয়ে উত্তারখণ্ডের ডিজিপি অশোক কুমার জানান, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই ট্রেনের কামরায় আগুন লেগেছে। তবে এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি, সকলকেই সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে।
The fire which broke out in the C4 compartment of the Delhi-Dehradun Shatabdi Express train today has been brought under control; all passengers safe: Uttarakhand DGP Ashok Kumar pic.twitter.com/VuVPfOIatg
— ANI (@ANI) March 13, 2021
আরও পড়ুন: ‘বিদায় জানানোর সময় এসে গিয়েছে’, এবার রহস্য অম্বানী ভবনকাণ্ডে বদলি হওয়া পুলিশ অফিসারের স্টেটাস ঘিরেও