AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in train: ঘুমিয়ে যাত্রীরা, হঠাৎ চলন্ত এক্সপ্রেসে আগুন রাজস্থানে

Fire in train: মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিল্লা জংশন যাচ্ছিল গরিব রথ এক্সপ্রেস। রাত সাড়ে এগারোটা নাগাদ আবু রোড স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি। আজমেঢ় পৌঁছনোর কথা ছিল রাত ৩টে ৪৫ মিনিটে। মাঝে কোনও স্টেশনে থামে না এই গরিব রথ এক্সপ্রেস।

Fire in train: ঘুমিয়ে যাত্রীরা, হঠাৎ চলন্ত এক্সপ্রেসে আগুন রাজস্থানে
দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নামানো হয়Image Credit: TV9 Bangla
| Updated on: Jul 19, 2025 | 12:27 PM
Share

আজমেঢ়: রাজস্থানে গরিব রথ এক্সপ্রেসে আগুন লেগে আতঙ্ক ছড়াল। শনিবার ভোর রাতে সেন্দ্রা স্টেশনের কাছে ওই গরিব রথের ইঞ্জিনে আগুন লাগে। তখন বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ট্রেনে আগুন লাগার খবরে যাত্রীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। ট্রেনটিতে ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন। দ্রুত ট্রেন থামিয়ে সবাইকেই নিরাপদে ট্রেন থেকে নামানো হয় বলে রেল জানিয়েছে।

মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিল্লা জংশন যাচ্ছিল গরিব রথ এক্সপ্রেস। রাত সাড়ে এগারোটা নাগাদ আবু রোড স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি। আজমেঢ় পৌঁছনোর কথা ছিল রাত ৩টে ৪৫ মিনিটে। মাঝে কোনও স্টেশনে থামে না এই গরিব রথ এক্সপ্রেস।

রাত ৩টে নাগাদ সেন্দ্রা স্টেশন পেরিয়ে যাচ্ছিল ট্রেনটি। বেশিরভাগ যাত্রীই ঘুমিয়েছিলেন। যেসব যাত্রী জেগে ছিলেন, তাঁরা ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখেন। তারপরই আগুন ধরে যায়। লোকো পাইলটকে তৎক্ষণাৎ আগুনের কথা জানানো হয়। এদিকে, ট্রেনে আগুন লাগার খবরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

স্টপেজ না থাকলেও ওইসময় ট্রেনের গতি কম ছিল। ফলে দ্রুতটি ট্রেনটি থামান চালক। সমস্ত যাত্রীকে ট্রেন থেকে নামানো হয়। অন্য কোচে ছড়িয়ে পড়ার আগেই আগুন নেভানো হয়। যাত্রীরা বলছেন, লোকো পাইলটকে তৎক্ষণাৎ না জানালে বড় বিপদ হতে পারত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্টসার্কিট কিংবা প্রযুক্তিগত কোনও সমস্যায় ইঞ্জিনে আগুন ধরেছে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছে দিতে অন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, ট্রেনে আগুনের জেরে আজমেঢ়-বিওয়ার রুটে ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।