BJP Joining: কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি
গত কয়েক বছর ধরেই একাধিক নেতাকে কংগ্রেস ছাড়তে দেখা গিয়েছে। যত দিন যাচ্ছে, সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে। অশোক চহ্বান, মিলিন্দ দেওরা, বাবা সিদ্দিকী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুস্মিতা দেবের মতো একাধিক নেতা-নেত্রী গত কয়েক বছরে কংগ্রেস ছেড়েছেন।

লখনউ: প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি বিভাকর শাস্ত্রী বুধবার কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপি-তে। লখনউয়ে উত্তর প্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং রাজ্য সভাপতি ভূপিন্দর সিংয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে বিজেপির পতাকা। বিজেপিতে যোগ দেওয়ার আগে নিজের এক্স হ্যান্ডল থেকে কংগ্রেস ত্যাগের কথা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি।
নিজের এক্স হ্যান্ডলে বিভাকর লিখেছেন, “সম্মানীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেজি, জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে আমি পদত্যাগ করছি। আমার পদত্যাগ গ্রহণ করুন।” লাল বাহাদুর শাস্ত্রীর নাতি বিভাকর উত্তর প্রদেশের ফতেপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন। কিন্তু জিততে পারেননি।
গত কয়েক বছর ধরেই একাধিক নেতাকে কংগ্রেস ছাড়তে দেখা গিয়েছে। যত দিন যাচ্ছে, সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে। অশোক চহ্বান, মিলিন্দ দেওরা, বাবা সিদ্দিকী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুস্মিতা দেবের মতো একাধিক নেতা-নেত্রী গত কয়েক বছরে কংগ্রেস ছেড়েছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতিকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ সবকা বিকাশ’ সকলকে আকর্ষণ করছে বলেও জানিয়েছেন বিভাকর।





