AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোনও পেট্রোল পাম্পেই পাবেন না জ্বালানি! ১ নভেম্বর থেকে জারি হচ্ছে নিয়ম

New Vehicle Rule: এই গাড়িগুলির বয়স হয়ে গিয়েছে, এগুলির জীবনকাল পার করে গিয়েছে। তাই এই গাড়িগুলি বন্ধ করতেই জ্বালানি  দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১০ বছর ও ১৫ বছরের পুরনো গাড়িগুলিকে আর জ্বালানি দেওয়া হবে না।

কোনও পেট্রোল পাম্পেই পাবেন না জ্বালানি! ১ নভেম্বর থেকে জারি হচ্ছে নিয়ম
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jul 11, 2025 | 11:57 AM
Share

নয়া দিল্লি: যে পেট্রোল পাম্পেই যান না কেন, পাবেন না পেট্রোল-ডিজেল। গাড়ি নিয়ে কড়া নিয়ম আসতে চলেছে খুব দ্রুত। সত্যি সত্যিই গ্রাহকরা আর পাবেন না জ্বালানি। হাতে মাত্র কয়েক মাসই সময় রয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে পেট্রেল পাম্পে গেলেও, বহু গাড়ি জ্বালানি পাবে না। যদি আপনার পেট্রোল চালিত গাড়ি হয়, তাহলে তা ১৫ বছরের পুরনো হলে এবং ডিজেল চালিত গাড়ি ১০ বছরের পুরনো হলে, আর জ্বালানি পাওয়া যাবে না।

এই নিয়ম কার্যকর হচ্ছে দিল্লি ও তার পার্শ্ববর্তী ৫ জেলা গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, গাজিয়াবাদ ও সোনিপতে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে ১ জুলাই থেকেই এই নিয়ম কার্যকর করার কথা ছিল। তবে জনগণের চাপ ও ক্ষোভের মুখে পড়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়।

মূলত এই গাড়িগুলির বয়স হয়ে গিয়েছে, এগুলির জীবনকাল পার করে গিয়েছে। তাই এই গাড়িগুলি বন্ধ করতেই জ্বালানি  দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১০ বছর ও ১৫ বছরের পুরনো গাড়িগুলিকে আর জ্বালানি দেওয়া হবে না।

দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে ২ লক্ষেরও বেশি গাড়ি চিহ্নিত করা হয়েছে। ১ নভেম্বর থেকে এই গাড়িগুলি আর জ্বালানি পাবে না। ইতিমধ্যেই এই পুরনো গাড়িগুলির মালিকদের  নোটিস পাঠানো হয়েছে। আরটিও-র তরফে গাড়িমালিকদের বুড়ো গাড়ি অন্যত্র স্থানান্তরের জন্য নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে বলা হয়েছে। কিংবা সরাসরি গাড়ি সারেন্ডার বা সমর্পণ করতে বলা হয়েছে। যদি কেউ এই নিয়ম না মানেন, তবে বড়সড় জরিমানা ও গাড়ি বাজেয়াপ্ত করা হবে।

কীভাবে পুরনো গাড়ি চিনবে পেট্রোল পাম্পগুলি?

পুরনো বা বুড়ো গাড়ি চিনতে পেট্রোল পাম্পগুলিতে লাগানো থাকবে ক্যামেরা। এই ক্যামেরা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে। স্ক্যান হওয়ার সঙ্গে সঙ্গে বলে দেবে গাড়ির বয়স। যদি বয়সসীমা পার করে যায়, তবে পেট্রোল পাম্প থেকে পেট্রোল-ডিজেল দেওয়া হবে না।