Politicians Reaction on Army Helicopter Crash: দুর্ঘটনার খবর পেয়েই ‘মন খারাপ’ মমতার, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন স্ট্যালিন, টুইট রাহুল-কেজরীর

Politicians Reaction on Army Helicopter Crash: প্রশাসনিক বৈঠক চলাকালীনই প্রতিরক্ষা প্রধানের দুর্ঘটনার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মাঝেই তিনি ফোন হাতে আমলাদের দিকে তাকিয়ে বলেন, "ভেরি স্যাড দেখো, চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতের এয়ার ক্র্যাশ হয়েছে… তামিলনাড়ুতে। ভেরি স্যাড।"

Politicians Reaction on Army Helicopter Crash: দুর্ঘটনার খবর পেয়েই 'মন খারাপ' মমতার, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন স্ট্যালিন, টুইট রাহুল-কেজরীর
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 5:12 PM

নয়া দিল্লি: ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত (Bipin Rawat)। এদিন দুপুরে তামিলনাড়ু(Tamil Nadu)-র সুলুর এয়ারবেস থেকে সেনা আধিকারিকদের নিয়ে কোয়েম্বাটোরের ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস কলেজের দিকে যাচ্ছিল অত্যাধুনিক এম-১৭ হেলিকপ্টার (M-17 Helicopter)। নীলগিরি পার্বত্য অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই কুন্নুরের কাছে ঘন জঙ্গলে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। দুর্ঘটনার খবর পেয়েই  উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(MK Stalin)-ও।

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনার মুখে পড়ে হেলিকপ্টারটি। সেই সময় হেলিকপ্টারে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী সহ একাধিক শীর্ষ সেনা আধিকারিক। এখনও অবধি ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। ওয়েলিংটনের হাসপাতালে ভর্তি রয়েছেন বিপিন রাওয়াত। তবে সরকারের তরফে এখনও কোনও তথ্য জানানো হয়নি।

হাই ট্রান্সমিশন তার বা বিদ্যুৎবাহী তারে ধাক্কা গেলে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে কী ভাবে ওই কপ্টার এত নীচে নেমে এল, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। খারাপ আবহাওয়াও দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে, অন্তর্ঘাতের তত্ত্বও এখনই উড়িয়ে দিচ্ছে না সেনা বাহিনী। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই টুইট করে দুঃখপ্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইট করে বলেন, “সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও কপ্টারে উপস্থিত বাকিদের সুরক্ষার জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। তিনি দুর্ঘটনাস্থলে জ্বলন্ত কপ্টারের একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। সকলের সুরক্ষার প্রার্থনা করছি।”

কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়করীও টুইট করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “সিডিএস বিপিন রাওয়াত যে হেলিকপ্টারে ছিলেন, তার দুর্ঘটনার খবরে আমি চকিত। সকলের সুরক্ষা ও আরোগ্য কামনা করছি।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবকে দ্রুত উচ্চমানের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। হাসপাতালে যাতে দ্রুত যাবতীয় চিকিৎসা সামগ্রী মজুত করা হয়, তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি। এরপরে তিনি টুইটেও লেখেন, “কন্নুরের কাছে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও ১৩ জন যাত্রী সহ সেনা বাহিনীর কপ্টার ভেঙে পড়ার ঘটনায় অত্যন্ত দুঃখিত। আমি স্থানীয় প্রশাসনকে উদ্ধারকার্যে যাবতীয় সাহায্যের নির্দেশ দিয়েছি। আমি নিজেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছি।”

অন্যদিকে, প্রশাসনিক বৈঠক চলাকালীনই প্রতিরক্ষা প্রধানের দুর্ঘটনার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মাঝেই তিনি ফোন হাতে আমলাদের দিকে তাকিয়ে বলেন, “ভেরি স্যাড দেখো, চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতের এয়ার ক্র্যাশ হয়েছে… তামিলনাড়ুতে। ভেরি স্যাড।”

মুখ্যমন্ত্রী বলেন, “মনটা খারাপ হয়ে গেল। খুব দুঃখের নিউজ। দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল…”  তার কিছুক্ষণ পরই বন্ধ করে দেন প্রশাসনিক বৈঠক।

দুঃখপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি জানান, বিপিন রাওয়াত হাসপাতালে আহত অবস্থায় ভর্তি হয়েছেন বলেই জানতে পেরেছেন।

আরও পড়ুন: Mamata Banerjee in Malda: ‘মনটা খারাপ হয়ে গেল…’ বিপিন রাওয়াতের দুর্ঘটনার খবরে প্রশাসনিক বৈঠক থামিয়ে দিলেন মমতা