International Media Centre: জি-২০ সম্মলেনের জন্য ঝা চকচকে মিডিয়া সেন্টার, দেখে নিন ভিতরের এক ঝলক
G20 Summit: জি-২০ সম্মেলনের আয়োজনে কোনও খামতি রাখছে না ভারত। দেশ-বিদেশ থেকে আসা সাংবাদিকদের জন্য সাজিয়ে তোলা হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার।

নয়া দিল্লি: জি-২০ বৈঠকের জন্য সেজে উঠছে রাজধানী। আগামী শনিবার থেকে দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। দেশ-বিদেশের তাবড় রাষ্ট্রনেতা ও কূটনীতিকরা আসছেন দিল্লিতে। সঙ্গে আসছেন দেশ-বিদেশের সাংবাদিকরাও। জি-২০ সম্মেলনের আয়োজনে কোনও খামতি রাখছে না ভারত। দেশ-বিদেশ থেকে আসা সাংবাদিকদের জন্য সাজিয়ে তোলা হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার।
ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারের ভিতরে থাকছে বিশাল বিশাল হল। থাকছে ৯টি আলাদা আলাদা ওয়ার্ক জ়োন। প্রতিটি ওয়ার্ক জ়োনের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। সেখানেও রাখা হয়েছে, নদীমাতৃক ভারতের স্পর্শ। এক একটি ওয়ার্ক জ়োনের নাম দেওয়া হয়েছে দেশের এক একটি নদীর নামে। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, মহানদী, কাবেরী ও সিন্ধু – এই ন’টি ওয়ার্ক জ়োন থাকছে ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারে। গত ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করে গিয়েছেন।
An inside view of the International Media Centre as it takes final shape for the #G20 Summit.
We look forward to welcoming media persons from across the world!#G20India pic.twitter.com/IWAntoyl6w
— G20 India (@g20org) September 4, 2023
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানাচ্ছেন, এই সুসজ্জিত মিডিয়া সেন্টারে দু’টি বড় বড় হল রয়েছে। এক একটি হলে একসঙ্গে দেড় হাজারের বেশি সাংবাদিকের বসার জায়গা রয়েছে এখানে। মিডিয়া সেন্টারের ভিতরে রয়েছে উন্নত মানের স্টুডিয়ো সেটআপও। সাংবাদিক বৈঠকের জন্য চারটি আলাদা আলাদা ঘর থাকছে। তার মধ্যে একটি আকারে অনেকটা বড়, সেখানে একসঙ্গে প্রায় ৬০০ জন বসতে পারবেন। বাকিগুলিতে তুলনায় কিছুটা ছোট। দুটি কক্ষে ৫০ জন ও একটি কক্ষে ১০০ জন বসার ব্যবস্থা থাকছে। এর পাশাপাশি সাক্ষাৎকার নেওয়ার জন্য ছ’টি পৃথক কক্ষের ব্যবস্থাও করা হয়েছে এখানে।
সব মিলিয়ে ১৩০০-র বেশি ওয়ার্ক স্টেশন থাকছে ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারে। বিদেশি সাংবাদিকদের বসার জন্য পৃথক জায়গা নির্দিষ্ট করা হচ্ছে।