Adani Vidya Mandir: ১০০-এ ১০০, দেশের অন্যতম সেরা স্কুলের শিরোপা পেল আদানি বিদ্যা মন্দির
Gautam Adani: সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় আদানি বিদ্যা মন্দির ২৫০-র মধ্যে ২৩২ স্কোর করেছে। পিছিয়ে পড়া ও দরিদ্র শিশুদের জন্য দেশের অন্যতম সেরা স্কুল হয়ে উঠেছে আদানি বিদ্যা মন্দির।

আহমেদাবাদ: শুধু ব্যবসা-বাণিজ্যই নয়, দেশের সেবাও করেন শিল্পপতি গৌতম আদানি। দারুণ এক খুশির খবর শোনালেন তিনি। দেশের সেরা স্কুলগুলির তালিকায় স্থান পেল আদানি বিদ্যা মন্দির। সিবিএসই পরীক্ষায় ১০০ শতাংশ পাশের হার এই স্কুলের। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
সিবিএসই পরীক্ষায় আদানি বিদ্যা মন্দিরের পড়ুয়াদের পাশের হার ১০০ শতাংশ। ৯৫ জন পড়ুয়াই ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছে। এক্স হ্যান্ডেলে এই সুখবর ভাগ করে নিয়ে গৌতম আদানি লেখেন, “কোনও ফি নেই! কোনও সীমা নেই! বলা হয় যে ওরা অনেক কম সুযোগ-সুবিধা নিয়ে জন্মেছে। কিন্তু ওরা কঠোর পরিশ্রম ও বড় স্বপ্ন দেখেছে! আমাদের আদানি বিদ্যা মন্দির দেশের সেরা স্কুলের মধ্যে র্যাঙ্ক করেছে সিবিএসই পরীক্ষায় ১০০ শতাংশ পেয়ে। এটাই প্রমাণ যে যখন বিশ্বাসের সঙ্গে সুযোগ মিলে যায়, তখন ম্যাজিক হয়। শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও অনেক ধন্যবাদ তাদের পরিশ্রমের জন্য।”
No Fees! No Limits!
It was said that they were born with fewer chances. But they studied harder and dreamed bigger!
Our Adani Vidya Mandir Ahmedabad was just ranked among India’s top schools with 100% CBSE results. Proof that when belief meets opportunity, magic happens!
Also,… pic.twitter.com/jo4B1o4NJB
— Gautam Adani (@gautam_adani) May 15, 2025
জানা গিয়েছে, সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় আদানি বিদ্যা মন্দির ২৫০-র মধ্যে ২৩২ স্কোর করেছে। পিছিয়ে পড়া ও দরিদ্র শিশুদের জন্য দেশের অন্যতম সেরা স্কুল হয়ে উঠেছে আদানি বিদ্যা মন্দির।
দেশে আদানি বিদ্যা মন্দিরের মোট ৪টি ক্যাম্পাস রয়েছে। গুজরাটের আহমেদাবাদ ও ভদ্রেশ্বর, ছত্তীসগঢ়ের সুরগুজা ও অন্ধ্র প্রদেশের কৃষ্ণপত্তনমে এই স্কুল রয়েছে।
সম্প্রতি গত ফেব্রুয়ারি মাসেই সমগ্র শিক্ষা অ্যাওয়ার্ড পায় আদানি বিদ্যা মন্দির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই পুরস্কার দেন।





