Governor Bose in Delhi: জল্পনা বাড়িয়ে শাহি-সাক্ষাতের আগেই CRPF-এর ডিজি-র সঙ্গে বৈঠকে বোস

Governor Bose in Delhi: ভোটের পর বিরোধীরা অভিযোগ তুলেছেন, কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের কাজে লাগানো হয়নি। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনেক বুথে বিক্ষোভও দেখিয়েছেন ভোটাররা।

Governor Bose in Delhi: জল্পনা বাড়িয়ে শাহি-সাক্ষাতের আগেই CRPF-এর ডিজি-র সঙ্গে বৈঠকে বোস
রাজ্যপাল সিভি আনন্দ বোস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 6:14 PM

নয়া দিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তিনি দেখা করবেন বলে সূত্রের খবর। তার আগেই গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্যপাল। সোমবার প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক করলেন সিআরপিএফ ডিজি-র সঙ্গে। এদিন দুপুরে বঙ্গভবনে সিআরপিএফ-এর ডিজি অনীশ দয়ালকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে কী বিষয়ে কথা হল, তা নিয়ে মুখ খোলেননি কেউ।

এদিন বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরনোর সময়, অনীশ দয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। আর বাংলার পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেন, কলকাতায় নিযুক্ত সিআরপিএফ-এর আধিকারিকরা পঞ্চায়েত নির্বাচনের হিংসা সম্পর্কে যা রিপোর্ট দেওয়ার দেবেন।

আদালতের নির্দেশে বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। নোডাল অফিসার হিসেবে ছিলেন বিএসএফ-এর আইজি। ভোটের পর বিরোধীরা অভিযোগ তুলেছেন, কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের কাজে লাগানো হয়নি। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনেক বুথে বিক্ষোভও দেখিয়েছেন ভোটাররা।

বিএসএফ অভিযোগ তুলেছে, সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। এমনকী স্পর্শকাতর বুথের তালিকা কমিশনের কাছে বারবার চাওয়া হলেও পাওয়া যায়নি বলে অভিযোগ। কমিশনের পরিকল্পনা ঠিক ছিল না বলেই এত অশান্তি,  বিশৃঙ্খলা হয়েছে বলেও দাবি করেছে বিএসএফ। কমিশন-বাহিনী চাপান উতোরের মধ্যেই দিল্লিতে গিয়েছেন রাজ্যপাল। আর অমিত শাহের সঙ্গে দেখা করার আগে সিআরপিএফ-এর ডিজির সঙ্গে তাঁর এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলার ভোট ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে বলে জল্পনা বাড়ছে। সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনন্দ বোস দেখা করবেন বলে জানা গিয়েছে।