PMGKAY: আরও ৫ বছর ৮১ কোটি মানুষ পাবেন বিনামূল্যে খাদ্যশস্য, ১১.৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
PMGKAY Scheme Extended: জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় এমনিতেই প্রতি মাসে ভর্তুকিযুক্ত দামে প্রদত্ত ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয় দরিদ্র মানুষদের। মহামারির সময়ে, ২০২০ সালে এর পাশাপাশি প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য প্রদান করা শুরু করেছিল মোদী সরকার। তারপর থেকে এই প্রকল্পের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে।

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়াল ভারত সরকার। বুধবার (২৯ নভেম্বর), এই সিদ্ধান্তে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও ৫ বছরের জন্য এই সরকারি প্রকল্পের মেয়াদ বাড়ানো হল। কোভিড মহামারি চলাকালীন, দেশের ৮১ কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য সরবরাহ করার জন্য এই প্রকল্প চালু করেছিল মোদী সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “বিশ্বের বৃহত্তম খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায়, আরও ৫ বছর ধরে দরিদ্র মানুষকে খাদ্যশস্য সরবরাহ করা হবে। আগামী পাঁচ বছরে এর জন্য সরকার প্রায় ১১.৮ লক্ষ কোটি টাকা খরচ করবে।” তবে তিনি জানিয়েছেন, প্রয়োজনে তহবিল আরও বাড়ানো হবে।
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় এমনিতেই প্রতি মাসে ভর্তুকিযুক্ত দামে প্রদত্ত ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয় দরিদ্র মানুষদের। মহামারির সময়ে, ২০২০ সালে এর পাশাপাশি প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য প্রদান করা শুরু করেছিল মোদী সরকার। তারপর থেকে এই প্রকল্পের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে। শেষ পর্যন্ত, ২০২২ সালের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। কিন্তু, খাদ্য সুরক্ষা আইনের আওতায়, আরও এক বছরের জন্য বিনামূল্যে রেশন প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। হিসেব মতো, ২০২৩-এর ৩১ ডিসেম্বরই এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের এই প্রকল্পের মেয়াদ এবার আরও ৫ বছরের জন্য বাড়ানো হল।
এই প্রকল্পের মেয়াদ য়ে বাড়ানো হবে, তা অবশ্য আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নভেম্বরের শুরুতেই ছত্তীসগঢ়ের দুর্গে এক নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ এই ডিসেম্বরেই শেষ হচ্ছে। কিন্তু, আপনাদের ছেলে গরিবি দেখেছে। দারিদ্রের মধ্যে দিন কাটিয়েছে। দরিদ্রদের মধ্য থেকেই উঠে এসেছে। সে অন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি টিক করেছি, বিজেপি সরকার এই প্রকল্পের মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়াবে। এটা কোনও রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা মোদীর গ্যারান্টি।” নির্বাচনমুখী রাজ্যে গিয়ে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।
