Ram Lalla Crown: হিরে, রুবি, নীলকান্ত মণি- কী নেই! রামলালার মাথায় ১১ কোটির মুকুট

Ayodhya Ram Mandir: রামলালার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে উপহারের ডালি। কেউ রামের পাদুকা এনেছেন তো কেউ রামের জন্য লাড্ডু তৈরি করেছেন। ভুরি ভুরি স্বর্ণ অলঙ্কারও উপহার পাচ্ছেন রামলালা। গুজরাটের এক ব্যবসায়ী রামলালার জন্য মুকুট উপহার দিলেন। হিরে খচিত এই মুকুটের দাম কত জানেন?

Ram Lalla Crown: হিরে, রুবি, নীলকান্ত মণি- কী নেই! রামলালার মাথায় ১১ কোটির মুকুট
রাম মন্দিরের রামলালা।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 28, 2024 | 10:50 AM

আহমেদাবাদ: রামলালা এসেছেন। অযোধ্যার রাম মন্দিরে অধিষ্ঠিত হয়েছেন রামলালা। আর রামলালাকে স্বাগত জানাতে দেশ-বিদেশ থেকে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। অযোধ্যার রাম মন্দিরে পাঁচ বছরের বালক রূপে প্রতিষ্ঠা করা হয়েছে শ্রী রামকে। ঘরে বা পরিবারে নতুন কোনও সদস্য এলে যেমন তাঁর জন্য উপহার আনেন সবাই, রামলালার জন্যও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে উপহারের ডালি। কেউ রামের পাদুকা এনেছেন তো কেউ রামের জন্য লাড্ডু তৈরি করেছেন। ভুরি ভুরি স্বর্ণ অলঙ্কারও উপহার পাচ্ছেন রামলালা। গুজরাটের এক ব্যবসায়ী রামলালার জন্য মুকুট উপহার দিলেন। হিরে খচিত এই মুকুটের দাম কত জানেন? মাত্র ১১ কোটি টাকা!

গুজরাটের সুরাটের বাসিন্দা মুকেশ পটেল নামক ওই ব্যবসায়ী রামলালার জন্য মুকুট উপহার দিয়েছেন। ৬ কেজি ওজনের ওই মুকুট তৈরি সোনার। হিরে ও বহুমূল্য রুবি, মুক্তো ও নীল কান্ত মণি খচিত রয়েছে তাতে। জানা গিয়েছে, গ্রিন ল্যাব ডায়মন্ড কোম্পানির মালিক ওই ব্যক্তি। রাম মন্দির উদ্বোধনের আগেই তিনি সপরিবারে রাম মন্দিরে গিয়ে রাম জন্মভূমি ট্রাস্টের হাতে ওই হিরে খচিত সোনার মুকুট তুলে দেন।

সোমবার, প্রাণ প্রতিষ্ঠার সময় মুকেশ পটেল রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ও প্রধান পুরোহিতের হাতে সেই মুকুট তুলে দেন। বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় ট্রেজারার দীনেশ ভাই নাভিয়া জানিয়েছেন, রামলালার জন্য মুকুটের পাশাপাশি আরও কিছু গহনাও অনুদান দিয়েছেন ওই ব্যবসায়ী।