Gujarat: চুরি আটকাতে বাসানো হয়েছিল CCTV, সেই ক্যামেরাই চুরি করল চোর
Gujarat theft: বস্তুত, উৎসবের সময় অনেকক্ষেত্রে খালি দোকান থাকার সুযোগে চোররা সব নিয়ে পালিয়ে যায়। প্রতিবার সেই রকম ঘটনা ঘটেছে। তাই চুরি আটকে গুজরাটের জুনাগড় থানার পুলিশ দোকান মালিকদের সিসি ক্যামেরা লাগাতে বলে।

জুনাগড় (গুজরাট): উৎসবের মরশুমে দোকানদাদের সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দিয়েছিল পুলিশ। অন্তত পক্ষে চোরের উপদ্রব যাতে কমানো যায় সেই কারণেই এই কথা জানিয়েছিল তারা। কিন্তু বুদ্ধিমান চোরের দল সেই সিসিটিভি খুলে নিয়েই চম্পট দিল।
বস্তুত, উৎসবের সময় অনেকক্ষেত্রে খালি দোকান থাকার সুযোগে চোররা সব নিয়ে পালিয়ে যায়। প্রতিবার সেই রকম ঘটনা ঘটেছে। তাই চুরি আটকে গুজরাটের জুনাগড় থানার পুলিশ দোকান মালিকদের সিসি ক্যামেরা লাগাতে বলে। তবে দেখা গেল চোর এসে সেই সিসিটিভি খুলে চুরিকরে পালিয়েছে। যা দেখে রীতমতো সম্ভিত দোকানদার থেকে পুলিশ সকলে।
ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান বলেন,”দীপাবলির সময় চুরি আটকাতে আমরা সকলে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলাম। কিন্তু ওর সেই ক্যামরাও চুরি করেছে। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি।”





