AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bye-Election Results Update: AAP শূন্য গুজরাট করতে পারল না BJP, কেরলে রাহুলের কাছে হার মানলেন বিজয়ন

Bye-Election Results Update: এই নির্বাচন বিজেপি ও ইন্ডিয়া জোটের কাছে অ্যাসিড টেস্ট, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও কেরলের জন্য কারণ আগামী বছরই এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। পঞ্জাব ও গুজরাটে আম আদমি পার্টি কেমন ফলাফল করবে, তার দিকেও রয়েছে নজর।

Bye-Election Results Update: AAP শূন্য গুজরাট করতে পারল না BJP, কেরলে রাহুলের কাছে হার মানলেন বিজয়ন
Follow Us:
| Updated on: Jun 23, 2025 | 2:04 PM

নয়া দিল্লি: সপ্তাহের প্রথম দিনেই হাইভোল্টেজ। চার রাজ্যের পাঁচ বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল আজ।ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। গুজরাটের দুই আসন, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, কেরলের একটি আসনে ভোট হয়েছিল গত ১৯ জুন। ভোটের যাবতীয় আপডেট একনজরে-

  1. গুজরাটে জয়ী আম আদমি পার্টি। ভিসাভাদার আসনে জয়ী হয়েছে অরবিন্দ কেজরীবালের দল।
  2. কেরলে বাম দুর্গে ফাটল। নিলাম্বুরে জয়ী হল কংগ্রেস।
  3. পঞ্জাবেও জয়ী আম আদমি পার্টি।
  4.  কেরলের নিলাম্বুর আসনে এলডিএফ-কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে কংগ্রেস।
  5. গুজরাটের উপনির্বাচন-গুজরাটের ভিসাভাদরে পিছিয়ে রয়েছে বিজেপি। সেখানে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। কাদি আসনে ১৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি।
  6. পঞ্জাবের উপনির্বাচন- পঞ্জাবে এগিয়ে রয়েছে রাজ্যসভার সাংসদ তথা আপ নেতা সঞ্জীব অরোরা। কংগ্রেসের ভারত ভূষণ আষু রয়েছেন দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির জীবন গুপ্তা।
  7. কেরলের নিলাম্বুরে সর্বাধিক ভোট শতাংশ ছিল, ৭৩.২৬ শতাংশ। দ্বিতীয় স্থানেই ছিল পশ্চিমবঙ্গ। ভোটের হার ছিল ৬৯ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছিল লুধিয়ানা পশ্চিমে, ৫১.৩৩ শতাংশে।
  8. পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম, কেরলের নিলাম্বুর ও রাজ্যের কালীগঞ্জে উপনির্বাচন হয়েছে।
  9. একদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস, আম আদমি পার্টির লড়াই। কেরলে আবার লড়াই করছে পিনারাই বিজয়নের এলডিএফ-ও। গুজরাটের ভিসাভাদার ও কাদি আসনে উপনির্বাচন হয়েছে।
  10. এই নির্বাচন বিজেপি ও ইন্ডিয়া জোটের কাছে অ্যাসিড টেস্ট, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও কেরলের জন্য কারণ আগামী বছরই এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। পঞ্জাব ও গুজরাটে আম আদমি পার্টি কেমন ফলাফল করবে, তার দিকেও রয়েছে নজর।