AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medical College: একজোড়া নতুন মেডিক্যাল কলেজ পাচ্ছে বাংলা, সবুজ সংকেত স্বাস্থ্য মন্ত্রকের

Medical College: বৃহস্পতিবার গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। এর মধ্যে দু'টি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের। একটি কলকাতা সংলগ্ন সল্টলেক সেক্টর ফাইভে। অন্যটি নদিয়ার চাকদায়।

Medical College: একজোড়া নতুন মেডিক্যাল কলেজ পাচ্ছে বাংলা, সবুজ সংকেত স্বাস্থ্য মন্ত্রকের
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 8:22 PM
Share

কলকাতা ও নয়া দিল্লি: নতুন এক জোড়া মেডিক্যাল কলেজ (Medical College) পাচ্ছে বাংলা। বৃহস্পতিবার গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। এর মধ্যে দু’টি মেডিক্যাল কলেজ পশ্চিমবঙ্গের। একটি কলকাতা সংলগ্ন সল্টলেক সেক্টর ফাইভে। অন্যটি নদিয়ার চাকদায়। দু’টি মেডিক্যাল কলেজ থেকেই এমএমবিএস কোর্স করা যাবে। উভয় ক্ষেত্রেই প্রস্তাবিত আসন সংখ্যা ১৫০। তবে এই দুটি মেডিক্যাল কলেজ সরকারি প্রতিষ্ঠান নয়। সল্টলেকের মেডিক্যাল কলেজটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। নদিয়ার মেডিক্যাল কলেজটি ট্রাস্ট কিংবা পিপিপি মডেলে চালানো হবে।

এদিন স্বাস্থ্য মন্ত্রকের থেকে যে ৫০টি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে শুধু পশ্চিমবঙ্গই নয়… এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলাঙ্গানা এবং উত্তর প্রদেশও রয়েছে। এই ৫০টি মেডিক্যাল কলেজের মধ্যে ২৯টি সরকারি মেডিক্যাল কলেজ। বাকিগুলির মধ্যে কোনওটি বেসরকারি, কোনওটি ট্রাস্ট আবার কোনওটি পিপিপি মডেলে চলবে। সবথেকে বেশি মেডিক্যাল কলেজ পাচ্ছে তেলাঙ্গানা। সে রাজ্যে মোট ১৩ টি মেডিক্যাল কলেজের জন্য সবুজ সংকেত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যার মধ্যে নয়টি সরকারি এবং চারটি ট্রাস্ট নিয়ন্ত্রিত।

একনজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে ক’টি নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে –

  • অন্ধ্রপ্রদেশে ৫টি নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে
  • অসমে ৩টি মেডিক্যাল কলেজের অনুমোদন
  • গুজরাটেও তিনটি মেডিক্যাল কলেজের জন্য সবুজ সংকেত
  • হরিয়ানায় নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে দুটি
  • জম্মু ও কাশ্মীরেও দুটি নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে
  • কর্নাটকের তিনটি নতুন মেডিক্যাল কলেজ প্রাপ্তি হচ্ছে
  • মধ্যপ্রদেশ পাচ্ছে একটি মেডিক্যাল কলেজ
  • মহারাষ্ট্রে চারটি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন
  • নাগাল্যান্ডে একটি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে
  • ওড়িশা পাচ্ছে দুটি নতুন মেডিক্যাল কলেজ
  • রাজস্থানে পাঁচটি নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে
  • তামিলনাড়ুতে ৩টি মেডিক্যাল কলেজের অনুমোদন
  • তেলাঙ্গানায় ১৩টি নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে
  • উত্তর প্রদেশে একটি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে
  • পশ্চিমবঙ্গে দুটি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে