Yunus on North East: চিকেনস নেকে ‘চক্রান্ত’? উত্তর-পূর্ব ভারত নিয়ে ইউনূসের মন্তব্যে পাল্টা তোপ হিমন্তের
Yunus on North East: উত্তর-পূর্ব নিয়ে ইউনূসের এমন মন্তব্যে চটেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে পালাবদলের পর থেকেই নানা ভাবে চিনকে 'হাত করার' চেষ্টা করছে ইউনূসের তদারকি সরকার।

কলকাতা: ভারতের সেভেন সিস্টার নিয়ে বেফাঁস মন্তব্য বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। সম্প্রতি, চার দিনের জন্য চিন সফরে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন ইউনূস। তাদের বৈঠক ও প্রধান উপদেষ্টার গোটা সফরকে ‘অত্যন্ত সফল’ বলে তকমাও দিয়েছেন সেদেশের প্রেস সচিব শফিকুল আলম।
কিন্তু সেই সফরেই চিনা সংবাদমাধ্যমের সামনে ভারতের সেভেন সিস্টার নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন তিনি। আর তাতেই ক্ষেপেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ঠিক কী বলেছেন ইউনূস?
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখা গিয়েছে ইউনূস বলছেন, ‘ভারতের সেভেন সিস্টার অর্থাৎ উত্তর পূর্বের সাতটা রাজ্য আসলে একটা অবরুদ্ধ এলাকা। ওদের কাছে কোনও সমুদ্রপথ নেই। এই অংশের মহাসাগর সম্পূর্ণভাবে আমাদের আওতাধীন। যা আমাদের গোটা বিশ্বের সঙ্গে জুড়ছে। তাই আমরা চাই, ওই এলাকায় চিন নিজেদের একটি বর্ধিত অর্থনৈতিক অঞ্চল তৈরি করুক।’
This is disturbing
Mohd Yunus says in Beijing that 7 states of India’s north east have no sea access
Bangladesh is the “guardian of the sea” and invites China to make this area an “extension”
The so called democratic uprising in Bangladesh was always an attack against India pic.twitter.com/EoEQIIS8Gp
— Abhishek (@AbhishBanerj) March 31, 2025
উত্তর-পূর্ব নিয়ে ইউনূসের এমন মন্তব্যে চটেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে পালাবদলের পর থেকেই নানা ভাবে চিনকে ‘হাত করার’ চেষ্টা করছে ইউনূসের তদারকি সরকার। ভারতকে পেরিয়ে চিনের সঙ্গে নিজেদের বাণিজ্যিক সেতুকে পোক্ত করতে উদ্যত্ত হয়েছে তারা। সেই আবহে চিকেনস নেক ও উত্তর-পূর্ব নিয়ে এমন মন্তব্য যেমন ‘অপমানজনক’ তেমনই শঙ্কার বলেও মনে করছেন একাংশের রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ইউনূসের এমন মন্তব্যে তোপ দেগেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তর-পূর্ব ভারত নিয়ে বাংলাদেশের তদারকি সরকারের প্রধানের এমন মন্তব্য আপত্তিকর ও তীব্র নিন্দনীয়। এই ধরনের মন্তব্যের মধ্যে দিয়ে ভারতের চিকেনস নেক করিডরকে ঘুরপথে দুর্বলের তকমা দেওয়া হচ্ছে।’
The statement made by Md Younis of Bangladesh so called interim Government referring to the seven sister states of Northeast India as landlocked and positioning Bangladesh as their guardian of ocean access, is offensive and strongly condemnable. This remark underscores the…
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 1, 2025
এরপরেই ইঙ্গিতে ইউনূসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দাবি, ‘প্রধান উপদেষ্টার এমন মন্তব্য কোনও মতেই সহজভাবে দেখা উচিত নয়। এই মন্তব্য আসলে দীর্ঘমেয়াদি একটা অভিসন্ধির সূত্রপাত মাত্র। চিকেনস নেককে আরও মজবুত করে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে নানা উপায়ে জুড়তে হবে।’





