Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেবভূমিকে সবরকমভাবে সাহায্য করবে সরকার: অমিত শাহ

শনিবার রাতে জোশীমঠে ভেঙে পড়ে হিমবাহ।

দেবভূমিকে সবরকমভাবে সাহায্য করবে সরকার: অমিত শাহ
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Feb 07, 2021 | 2:34 PM

নয়া দিল্লি: সবরকমভাবে দেবভূমির পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মুখ্যমন্ত্রী, ডিজি আইটিবিপি ও ডিজি এনডিআরএফ-এর সঙ্গে কথা হয়েছে। সকলেই যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এনডিআরএফ উদ্ধারকাজে নেমে পড়েছে। দেবভূমিকে আমরা সবরকমভাবে সাহায্য করব।’

এই টুইটের সঙ্গেই আরও একটি টুইটে শাহ জানান, “এনডিআরএফ-এর অতিরিক্ত টিমকে এয়ারলিফ্ট করিয়ে দিল্লি থেকে উত্তরাখণ্ডে পাঠানো হচ্ছে। আমরা সেখানকার প্রতিটা মুহূর্তের দিকে নজর রেখেছি।”

উল্লেখ্য, শনিবার রাতে জোশীমঠে ভেঙে পড়ে হিমবাহ। একটি তালে তা ভেঙে পড়ার পরই জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় পাথুরে পথ। ভেঙে পড়ে ধৌলিগঙ্গার উপর বাঁধ। জলের তোড় ভাসিয়ে নিয়ে গিয়েছে বহু বাড়ি।