AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

No Confidence Motion: NDA-কে চাপে রাখতে মোক্ষম চাল INDIA-র, হঠাৎ অনাস্থা প্রস্তাবের ‘বুদ্ধি’ এল কোথা থেকে?

NDA Vs INDIA: লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করলে কী লাভ আর কী লোকসান, তাও ইতিমধ্যেই পর্যালোচনা করেছেন বিরোধী নেতারা। লোকসভায়  মোট ৫৪৩টি আসন রয়েছে, এরমধ্যে ৩৩২টি আসনই রয়েছে বিজেপি শাসিত এনডিএ জোটের দখলে।

No Confidence Motion: NDA-কে চাপে রাখতে মোক্ষম চাল INDIA-র, হঠাৎ অনাস্থা প্রস্তাবের 'বুদ্ধি' এল কোথা থেকে?
বিরোধী নেতাদের বৈঠক।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 8:58 AM
Share

নয়া দিল্লি: কখনও মূল্য়বৃদ্ধি, কখনও আবার পেগাসাস বা আদানি-হিন্ডেনবার্গ বিতর্ক। সংসদের প্রতিটি অধিবেশনেই কোনও একটি ইস্যুকে হাতিয়ার করে সরকারকে আক্রমণ করে বিরোধীরা। এবারের বাদল অধিবেশনে (Monsoon Session of Parliament) বিরোধীদের হাতিয়ার মণিপুর (Manipur) ইস্যু। মণিপুরে বিগত তিন মাসেরও বেশি সময় ধরে চলা অশান্তি এবং সম্প্রতিই দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ও ধর্ষণের যে অভিযোগ সামনে এসেছে তা নিয়েই কেন্দ্রকে আক্রমণ করছে বিরোধী শিবির। সংসদে মণিপুর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিবৃতির দাবি নিয়ে অনড় বিরোধীরা। এবার সরকারকে বেকায়দায় ফেলতেই অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA)। তবে হঠাৎ কোথা থেকে এল অনাস্থা প্রস্তাবের (No Confidence Motion) ভাবনা?

সূত্রের খবর, সোমবার বিকেলে ইন্ডিয়া জোটের এক প্রবীণ নেতাই প্রথম সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তাব দেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে তিনি প্রস্তাব দেন।  এরপরে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বিরোধী নেতারা যখন রাজ্যসভার বিরোধী দলনেতার দফতরে বৈঠকে বসেন, তখন মল্লিকার্জুন খাড়্গে এই প্রস্তাব দেন এবং বৈঠকে উপস্থিত নেতাদের মতামত জানতে চান। কয়েকজন নেতা দোনামনা করলেও, বাকি অধিকাংশ নেতাই সম্মতি জানান। এরপরই আজ, বুধবার এই প্রস্তাব পেশ করার পরিকল্পনা রয়েছে বিরোধীদের।

লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করলে কী লাভ আর কী লোকসান, তাও ইতিমধ্যেই পর্যালোচনা করেছেন বিরোধী নেতারা। লোকসভায়  মোট ৫৪৩টি আসন রয়েছে, এরমধ্যে ৩৩২টি আসনই রয়েছে বিজেপি শাসিত এনডিএ জোটের দখলে। ফলে স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শাসকের হাতে। তাহলে লাভ কী অনাস্থা প্রস্তাবের?

সূত্রের খবর, মঙ্গলবার বিরোধী নেতাদের বৈঠকে এক শীর্ষ নেতা বলেন, “আমরা সকলেই জানি এই প্রস্তাবের ফলাফল আমাদের স্বপক্ষে হবে না। কিন্তু অনাস্থা প্রস্তাব আনলে আমরা প্রধানমন্ত্রীকে মণিপুর ইস্যুতে কথা বলতে বাধ্য করতে পারব। বিজেপি ক্রমাগত আলোচনা এড়াতে চাইছে। সংসদে প্রধানমন্ত্রী বিবৃতি দিলে এটা আমাদের নৈতিক জয় হবে।”

জানা গিয়েছে, বুধবার সকাল ১০ টার আগে লোকসভার সেক্রেটারিয়েটের কাছে এই প্রস্তাব পেশ করা হবে। তার আগেই ইন্ডিয়া জোটের নেতাদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হবে। কমপক্ষে ৫০ জন সাংসদের সাক্ষর প্রয়োজন অনাস্থা প্রস্তাব পেশ করার জন্য।