একসময় ছিল ফোন বুথ, আজ ঠিক কত ভারতীয় মোবাইল ব্যবহার করে জানেন

Dec 21, 2024 | 2:04 PM

Telecom: ধাপে ধাপে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মোবাইল পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া আরও জানানো হয়েছে যে, ভারতে টেলিকমের প্রসারে ডিজিটাল ভারত নিধি স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার।

একসময় ছিল ফোন বুথ, আজ ঠিক কত ভারতীয় মোবাইল ব্যবহার করে জানেন
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: একসময় ছিল ল্যান্ডফোনই ছিল সম্বল। হাতে মোবাইল নিয়ে কথা বলাটা ছিল স্বপ্নের মতো। ফোনবুথের জমানা এখন অতীত। ভারতে আজ হাতে হাতে মোবাইল। টেলিকম সংস্থারও অভাব নেই। বর্তমানে ভারতে ঠিক কত সংখ্যক মানুষ মোবাইল ব্যবহার করেন, সেই তথ্য এবার লোকসভায় পেশ করল কেন্দ্রীয় সরকার।

গত বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ড. চন্দ্রশেখর পেমাসানি জানিয়েছেন, ৬ লক্ষ ৪৪ হাজার ১৩১টি গ্রাম রয়েছে দেশে, তার মধ্যে ৬ লক্ষ ২৩ হাজার ৬২২টি গ্রামেই রয়েছে মোবাইল পরিষেবা। আর মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১১৫ কোটি ১২ লক্ষ। একটি প্রশ্নের জবাবে এই তথ্য পেশ করেছেন মন্ত্রী।

ধাপে ধাপে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মোবাইল পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া আরও জানানো হয়েছে যে, ভারতে টেলিকমের প্রসারে ডিজিটাল ভারত নিধি স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া ভারত নেট আপগ্রেড করার জন্য ভারত নেট প্রোগ্রামে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাতে খরচ হবে ১,৩৯,৫৭৯ কোটি টাকা।

গত সপ্তাহে কেন্দ্র জানিয়েছে, গ্রামীণ এলাকার প্রায় ৯৭ শতাংশ জুড়েই ছড়িয়েছে মোবাইল নেটওয়ার্ক। ফোর জি পরিষেবা পাওয়া যায় ৬,১৪,৫৬৪টি গ্রামে।

Next Article