Video: গনেশ বিসর্জনের শোভাযাত্রায় উর্দি পরেই নাচলেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিয়ো

Hyderabad police: হায়দরাবাদের ট্যাঙ্ক বান্ড এলাকায় এবছর ৬৩ ফুট দীর্ঘ গনেশমূর্তির পুজো হয়। ১০ দিন ধরে পুজো চলে। তারপর বৃহস্পতিবার ওই গনেশমূর্তির নিরঞ্জন শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রাতেই নাচতে দেখা যায় এক পুলিশকর্মীকে। নেটিজেনদের অনেকে ওই পুলিশকর্মীকে 'সুপার কুল', 'অসাধারণ' বলে মন্তব্য করেছেন।

Video: গনেশ বিসর্জনের শোভাযাত্রায় উর্দি পরেই নাচলেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিয়ো
গনেশ বিসর্জনে পুলিশকর্মীর নাচের ভিডিয়ো ভাইরাল।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 7:43 PM

হায়দরাবাদ: অকল্পনীয়! মহারাষ্ট্র থেকে তেলঙ্গানা-সহ দক্ষিণের রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গনেশ পুজো। শুধু পুজো নয়, বিসর্জনও হয় মহাসমারোহে। রীতিমতো শোভাযাত্রা করে বক্স বাজিয়ে নাচতে-নাচতে গনেশ বিসর্জনে সামিল হন আট থেকে আশি। এবার এক অন্য ঘটনার সাক্ষী হলেন হায়দরাবাদের (Hyderabad) ট্যাঙ্ক বান্ড এলাকার বাসিন্দারা। গনেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রায় কোমর দুলিয়ে নাচলেন খোদ পুলিশকর্মী। তাঁর সেই নাচের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুলিশকর্মীর নাচের ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, হায়দরাবাদের এনটিআর মার্গের খৈরাতাবাদ এলাকায় এবছর ৬৩ ফুট দীর্ঘ গনেশের বিসর্জনে এক শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রায় গণ্ডগোল এড়াতে কয়েকজন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। তাঁদের মধ্যেই এক পুলিশকর্মী উল্লসিত জনতার সঙ্গে নাচতে শুরু করেন। উর্দি পরেই জনপ্রিয় তামিল গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচেন তিনি। পুলিশকর্মীর সেই নাচ দেখে আরও উল্লসিত হয়ে পড়েন সেখানে উপস্থিত জনতা।

পুলিশকর্মীর নাচের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। উর্দি পরে পুলিশকর্মীর নাচের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। তাঁকে সাসপেন্ড করা উচিত বলে জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। আবার নেটিজেনদের অনেকে ওই পুলিশকর্মীকে ‘সুপার কুল’, ‘অসাধারণ’ বলে মন্তব্য করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের ট্যাঙ্ক বান্ড এলাকায় এবছর ৬৩ ফুট দীর্ঘ গনেশমূর্তির পুজো হয়। ১০ দিন ধরে পুজো চলে। তারপর বৃহস্পতিবার ওই গনেশমূর্তির নিরঞ্জন শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রাতেই নাচতে দেখা যায় এক পুলিশকর্মীকে।