Revenge: আজব প্রতিশোধ, এক্স বয়ফ্রেন্ডের গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর যুবতীর! তারপর…

Marijuana: সোমবার অধোক্ষজা শ্রবণের সঙ্গে যোগাযোগ করে এবং পুরনো ক্ষোভ-দুঃখ ভুলে নতুন করে বন্ধুত্বের সম্পর্ক শুরুর প্রস্তাব দেয়। ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে একটি পার্কে দেখা করতে ডাকে শ্রবণকে। পার্কের সামনে পৌঁছতেই শ্রবণের গাড়িতে উঠে বসে অধোক্ষজা, তার নতুন প্রেমিক দীপক ও চার বন্ধু। অধোক্ষজা কথার জালে ব্যস্ত রাখে শ্রবণকে, এই ফাঁকে গাড়ির সিটের নীচে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখে বন্ধুরা।

Revenge: আজব প্রতিশোধ, এক্স বয়ফ্রেন্ডের গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর যুবতীর! তারপর...
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2023 | 9:32 AM

হায়দরাবাদ: দীর্ঘদিনের প্রেম ভেঙেছে। নতুন প্রেমিকও জুটে গিয়েছে কয়েক মাসেই, কিন্তু মন থেকে এখনও মোছেনি পুরনো প্রেমিকের দেওয়া আঘাত। তার বদলা নিতেই ভয়ঙ্কর কাণ্ড ঘটাল যুবতী। বাড়িতে নতুন প্রেমিকের সঙ্গেই ছকে ফেলল কীভাবে প্রাক্তনকে হাজতবাস করানো যায়। যেমন ভাবা, তেমন কাজ। প্রাক্তনের গাড়িতে গিয়ে রেখে আসলেন গাঁজার প্যাকেট। তারপর নিজেই গিয়ে থানায় অভিযোগ জানালেন গাঁজা বিক্রির (Marijuana Selling)। পুলিশও প্রথমে বিশ্বাস করে নিয়েছিল যুবতীর কথায়, তবে একটা ভুলেই ফাঁস হয়ে যায় যাবতীয় রহস্য।

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার হায়দরাবাদে। মঙ্গলবার পুলিশ ওই যুবতী, তাঁর প্রেমিক সহ ৬ জনকে গ্রেফতার করে এক যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে। ধৃত যুবতীর নাম অধোক্ষজা। জানা গিয়েছে, ওই যুবতীর সঙ্গে শ্রবণ নামক এক যুবকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই দীপক নামক আরেক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় যুবতীর। কিন্তু মন থেকে মুছে যায়নি শ্রবণ। বিশেষ করে তাঁর সম্পর্ক ভেঙে দেওয়ার অপমান মেনে নিতে পারেননি অধোক্ষজা। তার প্রতিশোধ নিতেই শ্রবণকে মিথ্যা মামলায় ফাঁসানোর ছক কষে যুবতী। এই পরিকল্পনায় তাঁকে মদত দেয় বর্তমান প্রেমিকও চার বন্ধু।

পরিকল্পনামাফিক সোমবার অধোক্ষজা শ্রবণের সঙ্গে যোগাযোগ করে এবং পুরনো ক্ষোভ-দুঃখ ভুলে নতুন করে বন্ধুত্বের সম্পর্ক শুরুর প্রস্তাব দেয়। ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে একটি পার্কে দেখা করতে ডাকে শ্রবণকে। পার্কের সামনে পৌঁছতেই শ্রবণের গাড়িতে উঠে বসে অধোক্ষজা, তার নতুন প্রেমিক দীপক ও চার বন্ধু। অধোক্ষজা কথার জালে ব্যস্ত রাখে শ্রবণকে, এই ফাঁকে গাড়ির সিটের নীচে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখে বন্ধুরা।

শ্রবণের সঙ্গে কথাবার্তা শেষ করেই অধোক্ষজা সোজা হাজির হন জুবিলি হিলস পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে অভিযোগ জানান, পার্কের সামনে একটি গাড়িতে গাঁজা বিক্রি করা হচ্ছিল। শ্রবণের গাড়ির নম্বরও দেন। এদিকে, সকলের একসঙ্গে আসা এবং অধোক্ষজার এলোমেলো কথাতেই সন্দেহ হয় ওই যুবকের। গাড়িতে ভালভাবে খোঁজাখুঁজি করতেই থরে থরে সাজানো গাঁজার প্যাকেট উদ্ধার করেন। এরপরে আর বুঝতে সমস্যা হয়নি। সঙ্গে সঙ্গে শ্রবণও জুবিলি হিলস থানায় যান এবং গোটা ঘটনা খুলে বলেন।

এরপরে পুলিশ মঙ্গলবার ওই যুবতী, তাঁর বয়ফ্রেন্ড ও বন্ধুদের জেরা করে, তখনই সত্যিটা সামনে আসে। জেরায় ওই যুবতী জানায়, সম্পর্কে থাকাকালীন শ্রবণ তাঁর চরিত্র নিয়ে আক্রমণ করত। তার বদলা নিতেই মিথ্য়া মামলায় ফাঁসানোর পরিকল্পনা করে ওই যুবতী।