Wrestlers Protesting: মোদীজি বললে পদত্যাগ করব : ব্রিজভূষণ

Wrestlers Protesting: “যদি আমার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে, সেই কারণে প্রধানমন্ত্রী বা আমার দল বিজেপি আমাকে পদত্যাগ করতে বলে তবে আমি পদত্যাগ করব।” বুধবার বললেন ব্রিজভূষণ।

Wrestlers Protesting: মোদীজি বললে পদত্যাগ করব : ব্রিজভূষণ
ব্রিজভূষণ
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 1:27 PM

নয়া দিল্লি: রোজই বাড়ছে আন্দোলনের ঝাঁজং। দাবি একটাই, গ্রেফতার করতে হবে যৌন হেনস্থায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan)। দায়ের হয়েছে দুটি এফআইআর। পকসো আইনেও হয়েছে মামলা। এদিকে  ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik) ও বজরং পুনিয়াদের (Bajrang Punia) ধরনার মধ্যে কাল মুখ খুলতেও দেখা গিয়েছিল ব্রিজভূষণকে। বলেছিলেন, “প্রয়োজনে আমাকে ফাঁসিতে ঝোলান। কিন্তু, কুস্তি থামাবেন না।” এবার তাঁর মুখে শোনা গেল মোদীর নাম। 

ব্রিজভূষণ সাফ জানালেন যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁকে পদত্যাগ করতে বলেন তাহলে তিনি পদত্যাগ করবেন। বুধবার তিনি বলেন, “মোদীজি কেন আমাকে পদত্যাগ করতে বলবেন? তবে যদি তিনি পদত্যাগ করতে বলেন আমি করব। যদি আমার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে, সেই কারণে প্রধানমন্ত্রী বা আমার দল বিজেপি আমাকে পদত্যাগ করতে বলে তবে আমি পদত্যাগ করব।” প্রসঙ্গত, এর আগে একাধিকবার তাঁর পদত্যাগের দাবি উঠলেও তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করতে নারাজ ছিলেন। 

যদিও কয়েকদিন আগেই আবার পদত্যাগ প্রসঙ্গে বলতে গিয়ে ব্রিজভূষণ বলেছিলেন, আন্দোলনকারীরা যদি আন্দোলন ছেড়ে চলে যান, বাড়ি গিয়ে শান্তিতে ঘুমাতে পারেন তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন। পাশাপাশি এও বলেন, “লাগাতার আন্দোলনের জেরে অনেক ক্ষতি হয়েছে খেলার। আর ক্ষতি তিনি চান না। তিনি বলেন, বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গে খেলবেন না। প্রয়োজনে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। কুস্তি বন্ধ করে দেবেন না।” বর্তমানে তিনি নিজে দলের নির্দেশ এলে পদত্যাগের কথা বললেও দলের তরফে কোনও নির্দেশ আসে কিনা সেটাই দেখার।