AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CRPF Killed in IED Blast: সীমান্তে বড় বিপদে আধাসেনা! চুরি করা বিস্ফোরক খুঁজতে গিয়েই ‘শেষ’ হল…

CRPF Killed in IED Blast: ওড়িশা-ঝাড়খণ্ড সীমানায় মাওবাদী দমন অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণে প্র্রাণ গেল ঝাড়খণ্ডের ১৩৮ সিআরপিএফ ব্যাটালিয়নের একজন ASI পদমর্যাদার আধাসেনা জওয়ানের।

CRPF Killed in IED Blast: সীমান্তে বড় বিপদে আধাসেনা! চুরি করা বিস্ফোরক খুঁজতে গিয়েই 'শেষ' হল...
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 6:22 PM
Share

রাউরকেল্লা: কয়েক সপ্তাহ আগেই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি লুঠ করেছিল তারা। দিন কয়েক কাটতেই এবার মিলল ফলাফল। সীমান্তে শহিদ হলেন এক আধাসেনা জওয়ান। ছক করে প্রাণ কাড়ল মাওবাদীরা।

ওড়িশা-ঝাড়খণ্ড সীমানায় মাওবাদী দমন অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণে প্র্রাণ গেল ঝাড়খণ্ডের ১৩৮ সিআরপিএফ ব্যাটালিয়নের একজন ASI পদমর্যাদার আধাসেনা জওয়ানের।

শনিবার ওড়িশার সুন্দরগড় জেলার রাউরকেল্লা থানার অন্তর্গত বাঁকো জঙ্গলে চলছিল এই অভিযান। ওড়িশা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নেমেছিল আধাসেনা জওয়ানরা। সেই সময়ই ঘটে বিস্ফোরণ। মাওবাদীদের চুরি করা IED-তে গুরুতর ভাবে আহত হন এক নিরাপত্তারক্ষীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৫টা নাগাদ ঘটে এই বিস্ফোরণ। তখনই তড়িঘড়ি আধাসেনা জওয়ানকে নিয়ে যাওয়া হয় রাউরকেল্লা হাসপাতালে। চলে চিকিৎসা। কিন্তু রক্ষে হয় না প্রাণ। সকাল ১১টার দিকে শহিদ হন ওই আধাসেনা জওয়ান।

এই প্রসঙ্গে রাজ্যের পশ্চিমাঞ্চলের পুলিশের DIG ব্রিজেশ কুমার রাই জানিয়েছেন, ‘ভোরের দিকে যৌথ অভিযান চলাকালীন এই IED বিস্ফোরণ ঘটে। সেই সময় সারান্ডা জঙ্গলে অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছিলেন জওয়ান ও পুলিশের দল। তখন বাঁকোর বনের কাছে ঘটে বিস্ফোরণটি।’

নিরাপত্তা বাহিনীর তরফে জানা গিয়েছে, ‘শহিদ জওয়ানের নাম সত্যবনকুমার সিংহ। গত ২৭ মে পাথরের খাদান থেকে বিস্ফোরক পদার্থ চুরি করেছিল মাওবাদীরা। সেগুলির খোঁজেই জঙ্গলে চলছিল অভিযান। কিন্তু সেই অভিযানের মাঝেই তাদের ফেলে রাখা আইইডি বিস্ফোরণ হয়। যার জেরে গুরুতর ভাবে আহত হন তিনি। তারপর হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর।’