Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh Mela 2025: মোদীর উত্তরসূরী কে? ভবিষ্যদ্বাণী করে নাম বলে দিলেন ভাইরাল ‘IIT য়ান বাবা’

Maha Kumbh Mela 2025: মোদীর উত্তরসূরী নিয়ে কিন্তু মুখ খুলেছেন মহাকুম্ভের ভাইরাল 'IIT য়ান বাবা' ওরফে অভয় সিংহ। দেশ, দুনিয়া, রাজনীতি, সমাজনীতি, অধ্যাত্মিক একাধিক বিষয় নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী শুনিয়েছেন তিনি।

Maha Kumbh Mela 2025: মোদীর উত্তরসূরী কে? ভবিষ্যদ্বাণী করে নাম বলে দিলেন ভাইরাল 'IIT য়ান বাবা'
সমাজমাধ্যম খ্য়াত 'IIT বাবা'Image Credit source: ANI via X
Follow Us:
| Updated on: Jan 24, 2025 | 2:11 PM

প্রয়াগরাজ: মোদীর পর কে? নির্বাচন হোক বা না হোক, বিজেপির আগামী প্রধানমন্ত্রী মুখ হিসাবে কাকে দেখা যাবে? এই নিয়ে সাধারণের মনে সংশয় অনেকটাই। মোদী জমানার পর কার কাঁধে যাবে দায়িত্ব? এই প্রশ্নের উত্তর এখনও অধরাই। তবে কেউ কেউ মনে করে থাকেন, মোদীর পর হয়তো বল যাবে যোগীর কোটেই। সংঘ পরিবারের অন্যতম মুখ সে। তাই মোদীর উত্তরসূরী হিসাবে তাঁকে নির্বাচন করতে পারে RSS।

সম্প্রতি, মোদীর উত্তরসূরী নিয়ে কিন্তু মুখ খুলেছেন মহাকুম্ভের ভাইরাল ‘IIT য়ান বাবা’ ওরফে অভয় সিংহ। দেশ, দুনিয়া, রাজনীতি, সমাজনীতি, অধ্যাত্মিক একাধিক বিষয় নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী শুনিয়েছেন তিনি। এবার মোদীর উত্তরসূরী কে হবে, নিজের ভবিষ্যদ্বাণী মাধ্যমে তা-ও খোলাসা করে দিলেন ‘IIT য়ান বাবা’।

এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, ‘আগামী দিনে দেশে যোগী আদিত্যনাথকেই প্রধানমন্ত্রীর পদে দেখা যাবে।’ তবে এখানেই থামেনি তাঁর অনুমান। সেই সময় কী করবেন মোদী, এই কথাটাও জানিয়ে দিয়েছেন তিনি। অভয়ের কথায়, ‘যোগীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। মোদীজি তখন দেশের রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হবেন।’

উল্লেখ্য, প্রয়াগরাজের মহাসঙ্গমে ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ। আর সেই পুণ্য তিথিতে পা মেলাতে গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণীর মহাসঙ্গমে ছুটে গিয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী। আর তাদের মাঝেই আপাতত ‘চোখের মণি’ হয়ে উঠেছেন অভয় সিংহ বা ‘IIT য়ান বাবা’। হরিয়ানার ছেলে সে। পড়াশোনা করেছেন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান IIT থেকে। তারপর জীবনের ‘তিক্ততায়’ নিয়েছেন সন্ন্যাস খুঁজছেন শান্তি।