চেন্নাই: গোমূত্রে রোগ সারে, এমন বিতর্কিত দাবি বরাবরই করে থাকেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। কেউ কেউ তো আবার এক ধাপ এগিয়ে দাবি করেন, তারা নাকি প্রতিদিন গোমূত্র পান করেন। গোমূত্রে স্নানও করেন। এককালে বলিউড অভিনেতা অক্ষয় কুমারও বলেছিলেন, তিনি নাকি নিয়মিত গোমূত্র পান করতেন।
তবে এবার গোমূত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অন্য একজন। তিনি কোনও হিন্দুত্ববাদী নেতা নন। কিংবা কোনও বলিউড অভিনেতাও নন। তিনি কে? তিনি হচ্ছেন ভারতের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। তিনি IIT মাদ্রাজের প্রধান ভিজিনাথন কামকোটি।
কী বলেছেন তিনি? সম্প্রতি তামিলনাড়ুতে গো সমরক্ষাশালার আয়োজিত একটি পোঙ্গালের অনুষ্ঠানে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে গোমূত্রের ওষধি গুণাগুণ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন IIT মাদ্রাজের প্রধান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভাইরাল হয়েছে তাঁর ভিডিয়ো।
সেই ভিডিয়ো শোনা গিয়েছে তিনি বলছেন, ‘যখন আমার প্রচণ্ড জ্বর হয়, আমি গোমূত্র পান করি। এটির নানাবিধ ওষধি গুণ রয়েছে। একই সঙ্গে ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক হিসাবে কাজ করে।’ এখানেই না থেমে গোমূত্রকে হজমশক্তি বৃদ্ধির টনিক হিসাবে তকমা দেন তিনি। তাঁর কথায়, ‘গোমূত্র নানারকম হজমজনিত সমস্যার নিরাময় করতে সক্ষম।’
Peddling pseudoscience by @iitmadras Director is most unbecoming @IMAIndiaOrg https://t.co/ukB0jwBh8G
— Karti P Chidambaram (@KartiPC) January 18, 2025
ইতিমধ্য়ে IIT প্রধানের এই মন্তব্য ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ। বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানের একজন অধ্যক্ষ যে এমন মন্তব্য করতে পারেন, তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি কেউই। কংগ্রেস নেতা পি চিদাম্বরমের দাবি, ‘অনাবশ্যক ভাবেই তিনি ছদ্মবেশী বিজ্ঞানের পাঠ পড়াচ্ছেন।’ এছাড়াও, ডিএমকে নেতা টিকেএস এলানগোভানের দাবি, ‘এভাবেই শিক্ষাকে তলে তলে বেহাল করে দিচ্ছে কেন্দ্র।’