AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: চলে যাচ্ছে বন্ধু, মোদীকে বিমানবন্দরে ছাড়তে এলেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

PM Modi in Bhutan: শুক্রবারই ভুটানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে পারো বিমানবন্দরে স্বাগত জানাতে যান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধানমন্ত্রী মোদীকে দেখেই জড়িয়ে ধরেছিলেন তিনি।

PM Narendra Modi: চলে যাচ্ছে বন্ধু, মোদীকে বিমানবন্দরে ছাড়তে এলেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী
ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: Twitter
| Updated on: Mar 23, 2024 | 11:50 AM
Share

থিম্পু: পড়শি দেশ ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুইদিনের সফর শেষে আজ তিনি ভারতে ফিরে আসছেন। ভুটানে গিয়ে অসাধারণ আতিথেয়তা পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে ভুটানের সর্বোচ্চ সম্মানেও সম্মানিত করা হয়েছে। সফর শেষে দেশে ফিরে আসার সময়, আরও একবার প্রধানমন্ত্রী মোদীর জন্য সৌজন্য প্রকাশ করল ভুটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিমানবন্দরে ছাড়তে এলেন খোদ ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী।

শুক্রবারই ভুটানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে পারো বিমানবন্দরে স্বাগত জানাতে যান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। পারো থেকে থিম্পু অবধি ৪৫ কিলোমিটার রাস্তা অবধি মানব প্রাচীর তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে।  আজ যখন সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের উদ্দেশে রওনা দেন, তখন তাঁকে বিমানবন্দরে ব্যক্তিগতভাবে ছাড়তে আসেন ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক। সঙ্গে ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও।

প্রসঙ্গত, ভুটানের রাজ দরবারের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব ড্রুক গ্যালপোয় সম্মানিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী মোদীই হলেন প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতা, যাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল ভুটান।  ২০২১ সালেই ভুটানের ১১৪ তম জাতীয় দিবসে ভুটানের রাজা প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্তের ঘোষণা করেছিলেন।