AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan: গোটা দেশের চোখ যখন গুজরাটের মোদি স্টেডিয়ামে IPL-এর ফাইনালে, তখন ভয় কাঁপচ্ছে পাকিস্তান! বড় ইভেন্টের আড়ালে আবারও ভারতের কোন চাল?

India-Pakistan: সে কারণেই আইপিএলের ফাইনালের দিন গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যখন গোটা দেশ তথা বিশ্বে নজর ছিল, তখন পাকিস্তান বায়ু সেনা চুপ করে বসে থাকতে পারেনি। আতঙ্কে পাকিস্তানের বায়ু সেনা একের পর এক যুদ্ধবিমান আকাশে উড়িয়ে দিয়েছে।

India-Pakistan: গোটা দেশের চোখ যখন গুজরাটের মোদি স্টেডিয়ামে IPL-এর ফাইনালে, তখন ভয় কাঁপচ্ছে পাকিস্তান! বড় ইভেন্টের আড়ালে আবারও ভারতের কোন চাল?
ভারতের র‌্যাডারে ধরা পড়েছে পাক যুদ্ধবিমানের গতিবিধিImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Jun 04, 2025 | 2:37 PM
Share

নয়া দিল্লি: ঘুম উড়েছে পাকিস্তানের। ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত নিয়ে এখনও রীতিমতো আতঙ্কে ভুগছে পাকিস্তান। মঙ্গলবার রাত থেকেই ভারত পাক সীমান্তে ধরা পড়েছে পাক যুদ্ধ বিমানের তৎপরতা। ভারতের র‌্যাডারে ধরা পড়েছে, JF 17 , F16, IL -78-এর গতিবিধি।   ৭ মে মক ড্রিলের কথা বলে ৬ মে ‘অপারেশন সিঁদুর’ করেছিল ভারতীয় বায়ু এবং স্থল সেনা। সেই আতঙ্ক এখনও যেন তাড়া করে ফিরছে পাকিস্তানকে। যে কোনও বড় ইভেন্টের আড়ালে গোটা বিশ্ব বা দেশবাসীকে সেদিকে চোখ ঘুরিয়ে, কৌশলে পাকিস্তানের উপরে আবারও হামলা করতে পারে ভারত। এই ভয়ে বুক কাঁপছে পাকিস্তানেরও।

সে কারণেই আইপিএলের ফাইনালের দিন গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যখন গোটা দেশ তথা বিশ্বে নজর ছিল, তখন পাকিস্তান বায়ু সেনা চুপ করে বসে থাকতে পারেনি। আতঙ্কে পাকিস্তানের বায়ু সেনা একের পর এক যুদ্ধবিমান আকাশে উড়িয়ে দিয়েছে।

JF 17 , F16, IL -78 মত যুদ্ধবিমানের পাশাপাশি পাকিস্তানের নজরদারি ড্রোন P24 পাকিস্তানের বিভিন্ন বায়ু সেনা ঘাঁটিতে উড়তে থাকে। বিশেষ করে স্কারগোধা, নূর খান-সহ মোট চারটি বায়ুসেনা ঘাঁটির আকাশে মাঝ রাত পর্যন্ত চক্কর দিতে থাকে যুদ্ধবিমান এবং ড্রোন।

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার রাডারে যুদ্ধবিমান গুলির অতি সক্রিয়তা ধরা পড়তেই এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়েছিল। নর্দান কমান্ডের বেশ কয়েকটি বায়ুসনা ঘাঁটির যুদ্ধবিমানকেও তৈরি থাকতে বলা হয়েছিল। তৈরি রাখা হয়েছিল S400 এর মতো ভারতের অন্যতম এয়ার ডিফেন্স সিস্টেমের মেরুদণ্ড।  তবে ভারতীয় বায়ু সেনা খবর, নিজেদের আকাশ সীমার বাইরে পাকিস্তানের যুদ্ধ বিমান বের হয়নি।

তবে ভোট সাড়ে তিনটে পর্যন্ত পাকিস্তানে যুদ্ধ বিমান নিজেদের আকাশে চক্কর খেয়েছে। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। যেটা সরাসরি জানিয়েছেন, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী।

সীমান্ত পরিস্থিতি যে এখন উত্তপ্ত তা কিন্তু এই পাকিস্তান বায়ু সেনা অতি সক্রিয়তা এবং ভারতীয় বায়ুসেনার পাক সীমান্ত অংশে মহড়া, তাতেই প্রমাণ করছে। উল্লেখ্য, শুধু ভারতের কাছে নয়, পাকিস্তানের ওপর চাপ তৈরি করেছে মার্কিন সেনাও। কারণ পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ ইমতিয়াজ গুলের দাবি, মার্কিন সেনা দখল নিয়েছে পাকিস্তানের নুর খান এয়ারবেস। সেখান পাক সেনা আধিকারিকদেরও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।