
পাকিস্তানের বেইমানি, সংঘর্ষ শেষ হয়েও শেষ হল না। প্রায় ৪ দিন লাগাতার আক্রমণ-প্রত্যাঘাত চলছিল ভারত-পাকিস্তানের মধ্যে। পাকিস্তান যতবারই হামলা করার চেষ্টা করেছে, প্রতিবারই তা আটকেছে ভারত। শনিবার আমেরিকার মধ্যস্থতায় ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ভারতের উপরে ফের হামলা করার চেষ্টা করে। এবারও হামলা রুখে দিল ভারত। তবে এই উত্তেজনা আর কতদিন চলবে?
অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশে প্রথমবার ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
উপস্থিত ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে তিনি বলেন, শত্রুপক্ষের কোনও বিমান কয়েকশ কিলোমিটার দূর থেকেও চিহ্নিত করতে সক্ষম ভারত।
‘আমাদের সব মিলিটারি বেস। প্রয়োজন হলে পরবর্তী মিশনের জন্যও প্রস্তুত হয়ে যাবে’, বললেন এয়ার মার্শাল।
সব সিস্টেম পার করলেও এয়ারফিল্ডে পৌঁছতে পারবে না। এমনই ব্যবস্থা রাখা হয়েছিল। ক্রিকেটের উদাহরণ দিয়ে বোঝালেন ডিজিএমও। বললেন, ভারতের সব এয়ারফিল্ড সক্রিয় আছে।
বিএসএফ-এর ডিজি থেকে শেষ জওয়ান পর্যন্ত প্রত্যেক সদস্য সাহসিকতার সঙ্গে কাজ করেছে: ডিজিএমও।
পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। আমরা যেহেতু লাইন অব কন্ট্রোল পার না করেই আঘাত করেছিলাম। ভেবেছিলাম পাকিস্তানও বর্ডারের ওপার থেকেই হামলা করবে। তাই এয়ার ডিফেন্স জোরদার করা হয়েছিল: ডিজিএমও।
পাকিস্তান পরপর আমাদের বায়ুসেনাঘাঁটিতে হামলা করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মানতে হয়: ডিজিএমও।
পাকিস্তানের লং রেঞ্জ মিসাইল, কপ্টার, ড্রোন সব ধ্বংস করা হয়েছে, কেউ আঘাত হানতে পারেনি। আমাদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সবসময় কাজ করেছে: এয়ার মার্শাল।
ছবি দেখিয়ে এয়ার মার্শাল দেখালেন পাকিস্তানের পাঠানো চিনা পিএল-১৬ মিসাইল কীভাবে ধ্বংস করা হয়েছে। তার টুকরোগুলোও দেখানো হল স্ক্রিনে। পাকিস্তানের পাঠানো একটি রকেটের টুকরোও দেখানো হল।
পাকিস্তানের নূর খান এয়ারবেস, রহিমিয়ার খান এয়ারবেসে কতটা ক্ষতি হয়েছে, তা দেখালেন এয়ার মার্শাল এ কে ভারতী।
মাল্টি লেয়ার এয়ার ডিফেন্সের ব্যবস্থা ছিল ভারতে। লো লেভেল গান থেকে শুরু করে সারফেস টু এয়ার মিসাইল ছিল। এয়ার কমান্ড ও কন্ট্রোল সিস্টেম কাজ করেছে। এয়ার মার্শাল।
আফশোস এটাই যে পাক সেনা জঙ্গিদের পাশে দাঁড়ানোটাই উচিত বলে মনে করল। এই লড়াইতে তারা নিজেরাই ময়দানে নামল। আজ পাকিস্তানের যা কিছু ক্ষতি হয়েছে, তার জন্য ওরা নিজেরাই দায়ী: এয়ার মার্শাল।
সাংবাদিক বৈঠকে বসলেন ডিজিএমও রাজীব ঘাই। উপস্থিত তিন বাহিনীর শীর্ষকর্তারা। সফল অপারেশন সম্পর্কে বলছেন এয়ার মার্শাল এ কে ভারতী। তিনি বলেন, “আমাদের লড়াই ছিল জঙ্গিদের বিরুদ্ধে। পাকিস্তানের সেনার সঙ্গে নয়। কিন্তু পাক সেনা জঙ্গিদের হয়ে ময়দানে নামে।”
ভারত-পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরে বৈঠক হওয়ার কথা ছিল দুপুর বারোটা থেকে। সংঘর্ষ বিরতি ঘোষণার পর এই প্রথম বৈঠক। দুপুরের বদলে বিকেলে এই বৈঠক হবে।
আজ ভারত-পাকিস্তানের ডিজিএমও স্তরের বৈঠক। দুপুর ১২টায় এই বৈঠক হবে। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসলেন।
ভারতের সেনার সঙ্গে পেরে উঠছিল না পাকিস্তান। যদি সংঘাত আরও বাড়ে, তবে যুদ্ধ কেউ আটকাতে পারবে না, তা বুঝে গিয়েছিল পাকিস্তান। সেই কারণেই পাকিস্তান চেলেছিল অন্য চাল। ভারত নয়, আমেরিকাকে ব্ল্যাকমেইল করেছিল তারা মধ্যস্থতার জন্য। মার্কিন গোয়েন্দা সূত্রে এমনটাই খবর।
পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের উপরে নজর রেখেছিল আমেরিকা। ‘অপারেশন সিঁদুর’, তারপর দুই দেশের মধ্যে সংঘাত শুরু হওয়া- গোটা বিষয়েই অবগত ছিলেন তারা। এরই মধ্যে গত শুক্রবার গোয়েন্দা মারফত এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য জানতে পারেন জেডি ভান্স। এরপরই প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে সতর্ক করেন। সিএনএন সূত্রে এমনটাই খবর।
সংঘর্ষ বিরতি ঘোষণার পর আজ বৈঠকে বসবে ভারত-পাকিস্তান। দুপুর ১২টায় দু’দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স (DGMO) স্তরে বৈঠক হবে।
সূত্রের খবর, পাকিস্তান গুলি চালালে পাল্টা গোলা ছোড়ার জন্য ভারতীয় সেনাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই জঙ্গিদের উপর ভারতের আনা প্রত্যাঘাতের প্রসঙ্গে তাঁর দাবি, ‘এদেরকে আমরা মাটিতে মিশিয়ে দেব। ঘরে ঢুকে মারব বলেছিলাম। সেটা করেও দেখিয়েছি।’
পহেলগাঁওয়ে হামলার পর ‘অপারেশন সিঁদুর’ চালায় সেনা ভারতীয় সেনা। রবিবার ব্রহ্মস-এর নতুন ইউনিট উদ্বোধনের সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার জানিয়েছেন, সন্ত্রাসবাদ দমনে ভারত সব সময় চালিয়ে যাবে। যারা সিঁদুর মুছেছিল তারা যোগ্য জবাব পেয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই।
বেইমান পাকিস্তানের ষড়যন্ত্র বন্ধ হচ্ছে না। ৩ ঘণ্টার মধ্যেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। তার মধ্যেই বড় হামলার ছক ভেস্তে দিল বিএসএফ। পঞ্জাবের অমৃতসর থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ অস্ত্র ও আরডিএক্স। বিএসএফ-এর অনুমান, এত পরিমাণ আগ্নেয়াস্ত্র ড্রোনের মাধ্যমে ভারতে ঢুকিয়ে জঙ্গি নাশকতার পরিকল্পনা করেছিল। রবিবার পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথ তল্লাশি অভিযানে শেখ ভাটি গ্রাম থেকে ২.৭ কেজি বিস্ফোরক, ২টো হ্যান্ড গ্রেনেড, ২ ডিটোনেটর, ২টো পিস্তল, ৪ ম্যাগাজিন এবং আইইডি সার্কিট উদ্ধার করে।
বিস্তারিত: রাতে সংঘর্ষ বিরতি কেন ভাঙল? BSF ধরে নিল পাকিস্তানের ‘আসল’ উদ্দেশ্য
রবিবার ফের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির মাঝে তিন বাহিনীর প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করছেন তিনি। এই নিয়ে পরপর তিনদিনে তিনবার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী।
কথা ছিল সংঘর্ষ বিরতির। সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের শনিবার রাতে হামলা চালিয়েছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়তে দেখা গিয়েছে। সেই সব ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা। আজ সকালে অনেকটাই স্বাভাবিক জম্মু-কাশ্মীর। এখন আর সাইরেন বাজছে না। তবুও থমথমে পরিবেশ। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। সকলের মনে ভয়, আবার যদি পাকিস্তান হামলা চালায়।
#WATCH | J&K | Situation seems normal in Rajouri. No drones, firing or shelling was reported during the night. pic.twitter.com/9p0KECciR4
— ANI (@ANI) May 11, 2025
জম্মু-কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপরে সালাল বাঁধের জল ছাড়ল ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর থেকে এই বাঁধ বন্ধ ছিল। বিগত দুইদিন ধরে বাঁধ থেকে জল ছাড়ছে ভারত।
#WATCH | Jammu and Kashmir | Latest visuals from Reasi’s Salal Dam, built on the Chenab River; several gates of the dam are seen open.
(Visuals shot at 6:30 am) pic.twitter.com/48taKYUYCw
— ANI (@ANI) May 11, 2025
ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণা এবং ঘণ্টাখানেক বাদেই তা লঙ্ঘন। রাতভর পাকিস্তান কীভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল, তা নিয়েই সকাল ১১টায় সেনাবাহিনী ব্রিফ করবে সাংবাদিক বৈঠকে।
ভারত-পাকিস্তান সংঘর্ষ আবহে প্রশাসনের তরফে সিভিল কন্ট্রোল রুম ও পুলিশ কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়েছে। বিপদে এই নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
Civil control room – 01832226262, 7973867446
Police control room – City 9781130666
Rural 9780003387
রাতভর ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। প্রতিটা আক্রমণ প্রতিহত করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। সারা রাত ঘুটঘুটে অন্ধকারে ডুবে ছিল অমৃতসর। সকাল সাড়ে ৫টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়, কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে।
দেশের দৈন্য অবস্থা, বিশ্বের দরবারে হাত পেতেছে পাকিস্তান। আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে ১ বিলিয়ন ডলার অর্থাৎ ১০০ কোটি ডলার আর্থিক সাহায্য পাচ্ছে পাকিস্তান। এই খবর শুনেই এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি পাকিস্তানকে কটাক্ষ করে বললেন, “স্বীকৃত ভিখারি”।
চিনকে স্পষ্ট বার্তা ভারতের। ভারত-পাকিস্তান উত্তেজনা আবহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাফ জানান, ভারত যুদ্ধ করতে চায় না। যুদ্ধ কারোর স্বার্থেই ভাল নয়। তবে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হানায় অনেক ভারতীয়দের প্রাণহানি হয়েছিল। ভারতকে সন্ত্রাস প্রতিরোধে পদক্ষেপ করতেই হত।
চিন পাকিস্তানকে জানিয়েছে, তারা পাকিস্তানের স্বাধীনতা, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা করতে ইসলামাবাদের পাশে রয়েছে সবসময়। এদিকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে চিনা বিদেশমন্ত্রী পহেলগাঁও জঙ্গি হানার নিন্দা করেন এবং যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা বলেই ভরসা জোগানোর চেষ্টা করেন।
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের এই অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি , “পাকিস্তান সংঘর্ষ বিরতি কার্যকর করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। কিছু জায়গায় ভারত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, আমাদের বাহিনী দায়িত্বশীল ও সংযতভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।”
এ দিন রাতে সাংবাদিক বৈঠকে বসেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, ”সংঘর্ষবিরতি ভেঙেছে পাকিস্তান। যা অত্যন্ত নিন্দনীয়। দায় পাকিস্তানের। পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক তারা। আমাদের সেনা পরিস্থিতির দিকে নজর রাখছে। তারা যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত।”
পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতেই জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে ছিলেন সব রাজ্যের মুখ্যসচিবরাও। কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখতে হবে। যে কোনও পরিস্থিতিতে তাদের কাজে লাগানো হতে পারে।
জম্মুতে সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল দুুষ্কৃতীরা। কাশ্মীরের জম্মু ডিভিশনের নাগরোটায় জওয়ানের বেশেই ভারতীয় সেনা ঘাঁটিতে ঢুকে পড়েছে কয়েকজন সন্দেহভাজন। এমনকি, জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায় তারা।
বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার পরই ফের নিজেদের ‘আসল রূপে’ ফিরে এল পাকিস্তান। কাশ্মীরের একাধিক এলাকায় লাগাতার গোলা-গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। পাকিস্তানকে সঙ্গে-সঙ্গে যোগ্য জবাব দিয়েছে বিএসএফ। তবে বিএসএফ-এর জম্মু ডিভিশন থেকে জানা যাচ্ছে, পাকিস্তানের গোলায় মৃত্যু হয়েছে এক বিএসএফ আধিকারিক, সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ।
ভারত-পাকিস্তানের মধ্য সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছিলেন, তাঁর মধ্যস্থতাতেই দুই দেশ সংঘাত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে ট্রাম্পের মুখ পোড়াল পাকিস্তান। ভাঙল সংঘর্ষ বিরতি।