AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: রাতে সংঘর্ষ বিরতি কেন ভাঙল? BSF ধরে নিল পাকিস্তানের ‘আসল’ উদ্দেশ্য

BSF: এই আবহের মধ্যেই পঞ্জাবের অমৃতসর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও আরডিএক্স উদ্ধার হয়েছে। বিএসএফ-এর অনুমান, এত পরিমাণ আগ্নেয়াস্ত্র ভারতে ঢুকিয়ে জঙ্গি নাশকতার পরিকল্পনা করেছিল। সেই কারণেই ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরকগুলি ভারতে ঢুকিয়েছিল তারা।  

BSF: রাতে সংঘর্ষ বিরতি কেন ভাঙল? BSF ধরে নিল পাকিস্তানের 'আসল' উদ্দেশ্য
বিএসএফ জওয়ানরা ধরে নিলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2025 | 11:41 AM

অমৃতসর: শনিবার ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। পঞ্জাব, রাজস্থান, কাশ্মীরের বিভিন্ন সীমান্ত এলাকায় লাগাতার গোলা-বারুদ বর্ষণ করেছে তারা। গতকাল রাতে যখন হামলা চালাচ্ছিল পাকিস্তান, তখন পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। কিন্তু কেন এই অস্ত্র বিরতি লঙ্ঘন করল ইসলামাবাদ? এই প্রশ্নই উঠছিল ক্রমগত। এই আবহের মধ্যেই পঞ্জাবের অমৃতসর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও আরডিএক্স উদ্ধার হয়েছে। বিএসএফ-এর অনুমান, এত পরিমাণ আগ্নেয়াস্ত্র ভারতে ঢুকিয়ে জঙ্গি নাশকতার পরিকল্পনা করেছিল। সেই কারণেই ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরকগুলি ভারতে ঢুকিয়েছিল তারা।

বিএসএফ সূত্রে খবর, রবিবার পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথ তল্লাশি অভিযান চালাছিল শেখ ভাটি গ্রামে। সেই সময়ই জওয়ানদের নজরে পড়ে বিস্ফোরকগুলি। জানা যাচ্ছে, তল্লাশিতে উদ্ধার হয়েছে ২.৭ কেজি বিস্ফোরক, ২টো হ্যান্ড গ্রেনেড, ২ ডিটোনেটর, ২টো পিস্তল, ৪ ম্যাগাজিন এছাড়াও আইইডি সার্কিট। জওয়ানরা জানিয়েছেন, একটি হলুদ প্যাকেটের ড্রোনের সাহায্য়ে এইগুলি ফেলে রাখা ছিল।

এ দিকে, এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই আরও নড়েচড়ে বসেছে গোয়েন্দারা। অমৃতসর জুড়ে কার্যত চিরুনি তল্লাশি চলছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে,গতকাল রাতে যে সময় পাকিস্তান ড্রোন হামলা করে অমৃতসরে, সেই সময়ই তারা ড্রোনের মাধ্যমেই এই বিপুল পরিমাণে আরডিএক্স এবং অস্ত্র ভারতে পাঠায়। গোয়েন্দাদের অনুমান, পাকিস্তান হয়ত জঙ্গিদের অনুপ্রবেশ করিয়ে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক তাদের হাতে পৌঁছে দিতে চেয়েছিল যাতে অমৃতসর,পাঠানকোট এবং গুরুদাসপুর এলাকায় নাশকতা চালানো যায়।

প্রতিবেদনটি TV9 বাংলার রিপোর্টার প্রদত্ত তথ্যের ভিত্তিতে লেখা।