AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan: কাশ্মীর নাকি ইসলামাবাদের গলার শিরা! পাক সেনা প্রধানকে ‘আসল সম্পর্ক’ বুঝিয়ে দিল দিল্লি

India-Pakistan: পাকিস্তানের সেনা প্রধান জেনারেল মুনির দাবি করেছিলেন যে কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা। পাকিস্তানিরা কখনওই তা ভুলবে না। পাক সেনা প্রধানের এই মন্তব্যের এবার কড়া জবাব দিল ভারত।

India-Pakistan: কাশ্মীর নাকি ইসলামাবাদের গলার শিরা! পাক সেনা প্রধানকে 'আসল সম্পর্ক' বুঝিয়ে দিল দিল্লি
পাকিস্তানকে কড়া জবাব ভারতের।Image Credit: X
| Updated on: Apr 18, 2025 | 7:02 AM
Share

নয়া দিল্লি: কাশ্মীর নিয়ে দিবাস্বপ্ন দেখা ছাড়ছে না পাকিস্তান। বুধবারই সে দেশের সেনা প্রধান জেনারেল মুনির দাবি করেছিলেন যে কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা। পাকিস্তানিরা কখনওই তা ভুলবে না। পাক সেনা প্রধানের এই মন্তব্যের এবার কড়া জবাব দিল ভারত।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক সেনা প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে বলেন, “কোনও বিদেশের মাটি কীভাবে গলার শিরা হতে পারে? এটা (কাশ্মীর) ভারতের অংশ। পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক একটাই। বেআইনিভাবে দখল করে ভূখণ্ডকে খালি করা।”

প্রসঙ্গত, অনাবাসী পাকিস্তানিদের সঙ্গে কথা বলতে গিয়েই জেনারেল আসিম মুনির বলেছেন, “আমাদের অবস্থান খুব স্পষ্ট। এটা (কাশ্মীর) আমাদের কণ্ঠের শিরা ছিল, থাকবে। আমরা ভুলব না। আমাদের কাশ্মীরী ভাইদের লড়াই করতে ছেড়ে দেব না।”

শুধু এই নয়, ভারত ও পাকিস্তান কতটা আলাদা, তা বোঝাতে তিনি জিন্নাহর “টু নেশন থিওরি”ও তুলে ধরেন। বলেন, “আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করত যে আমরা সব দিক থেকে হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম আলাদা। আমাদের রীতি-নীতি আলাদা, ঐতিহ্য আলাদা। চিন্তাভাবনা আলাদা, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য আলাদা…সেখান থেকেই দুই দেশের তত্ত্ব উঠে এসেছিল। এই বিশ্বাসের উপরই  তত্ত্ব গড়ে উঠেছিল যে আমরা দুটি ভিন্ন দেশ, এক নয়। আমাদের পূর্বপুরুষরা এর জন্য অনেক আত্মত্যাগ করেছে। আমার ভাই-বোনেরা এটা ভুলে যাবেন না। আপনাদের সন্তানদের বলা উচিত যে তারা যেন কখনও পাকিস্তানের (উৎপত্তি) কাহিনি না ভোলে।”