Indian-Origin Nurse Murder:ব্রিটেনে সন্তান-সহ খুন ভারতীয় বংশোদ্ভূত নার্স, দেহ দেশে ফেরাতে বিপাকে পরিবার
কাপড় অথবা দড়ি দিয়ে শ্বাসরোধ করে অঞ্জুকে খুন করা হয়েছে। অঞ্জুর মা জানান, তাঁর জামাই সাজু একজন 'নিষ্ঠুর' ব্যক্তি।

কোত্তায়াম: ব্রিটেনে খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত নার্স। তাঁর দুই শিশু সন্তানও খুন হয়েছে। শনিবার কেরলের বাসিন্দা ওই নার্সের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করতেই ঘটনাটি প্রকাশ্যে আসে। এদিকে, ওই নার্স ও তাঁর সন্তানদের শেষকৃত্যের জন্য দেহ দেশে ফেরানো নিয়ে সমস্যায় পড়েছে কেরলের ওই পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নার্সের নাম অঞ্জু অশোক (৩৫) পূর্ব ইংল্যান্ডের নর্থহাম্পটন প্রদেশের চিটারিং এলাকায় নিজের বাড়িতে খুন হন অঞ্জু। ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়। অঞ্জুর দেহের পাশেই ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল তাঁর ৬ বছরের ছেলে এবং ৪ বছরের মেয়ে। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও বাঁচানো যায়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাদের।
আদতে কেরলের কোত্তায়াম জেলার বাসিন্দা ভইরম এলাকার মেয়ে অঞ্জু। তাঁর পরিবার জানান, অঞ্জু খুন হওয়ার আগের রাতেই পুলিশকে খবর দেওয়া হয়েছিল। কাপড় অথবা দড়ি দিয়ে শ্বাসরোধ করে অঞ্জুকে খুন করা হয়েছে। অঞ্জুর মা জানান, তাঁর জামাই সাজু একজন ‘নিষ্ঠুর’ ব্যক্তি। সে তাঁর মেয়ে ও নাতি-নাতনির উপর প্রতিদিন নির্যাতন চালাত। সৌদি আরবে মেয়ের সঙ্গে থাকার সময় তিনি নিজেই সেই ঘটনা দেখেছিলেন। কিন্তু তাঁর মেয়ে কখনও এব্যাপারে অভিযোগ করেননি। মুখ বুঝে সবকিছু সহ্য করতেন। জামাই সাজু-ই তাঁর মেয়েকে খুন করেছে বলে অভিযোগ অঞ্জুর মায়ের।
অঞ্জুর বাবা জানান, বেঙ্গালুরুতে নার্সিং পড়ার সময় সাজুর সঙ্গে তাঁর মেয়ের প্রেম হয়। ভালোবাসা করে বিয়ে করেন দুজনে। তারপর অঞ্জু ইংল্যান্ডে নার্সিংয়ের চাকরি নিয়ে চলে যান। এদিকে, অঞ্জু ও তাঁর ছেলে-মেয়ের দেহ দেশে ফিরিয়ে আনতে ৩০ লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা তাঁদের কাছে নেই। তাই এ ব্যাপারে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
