AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: শুধুই সেনাই নয়! এবার অপারেশন সিঁদুরে ‘যোগ’ দিল রেলও, কীভাবে জানেন?

Railway on Operation Sindoor: বাঁদিকে 'অপারেশন সিঁদুরের' লোগো ও মাঝে লেখা, 'অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা রেখা তৈরি করছে। যা দেশকে নিউ নর্ম্যাল আবহের দিকে এগিয়ে দিয়েছে।'

Indian Railway: শুধুই সেনাই নয়! এবার অপারেশন সিঁদুরে 'যোগ' দিল রেলও, কীভাবে জানেন?
রেলImage Credit: PTI
| Updated on: May 21, 2025 | 7:54 PM
Share

নয়াদিল্লি: রেলে এবার সিঁদুরের ছাপ। অপারেশন সিঁদুর নিয়ে গোটা বিশ্বকে বার্তা দিতে চায় ভারত। তাই সেই মতো একটি প্রতিনিধিদের দল সাজিয়ে ফেলেছে কেন্দ্র। কিন্তু দেশের অন্দরে? এখানে বার্তার প্রয়োজন নেই ঠিকই। তবে প্রয়োজন সাফল্য উদযাপনের, মত একাংশের। আর সেই সাফল্য উদযাপন করতেই ভারতীয় রেলকে ব্যবহার করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সোমবার রেলের মুখপাত্র তরফে জানা গিয়েছে, সিঁদুরের সাফল্যে ট্রেনের টিকিটে এবার থেকে থাকবে প্রধানমন্ত্রীর ছবি। সঙ্গে অপারেশন সিঁদুরের লোগো। কিন্তু যে কোনও টিকিট কাটলেই কি এই দৃশ্য দেখতে পাবেন যাত্রীরা? রেলমন্ত্রক জানিয়েছে, তেমনটা নয়। শুধুমাত্র ই-টিকিটের ক্ষেত্রেই এই ছবি দেখা যাবে। তাঁর সংযোজন, ‘ই-টিকিটে অপারেশন সিঁদুরকে তুলে ধরার অন্যতম কারণ একটাই, ভারতীয় সেনার সাহসিকতাকে নতমস্তকে সম্মান জানানো।’

কী লেখা রয়েছে সিঁদুরের বার্তায়? ই-টিকিটের একদম মাথায় দেখা যাচ্ছে ‘সিঁদুরের ছাপ’। একদম ডানদিকে রয়েছেন প্রধানমন্ত্রী নরে্ন্দ্র মোদী। বাঁদিকে ‘অপারেশন সিঁদুরের’ লোগো ও মাঝে লেখা, ‘অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা রেখা তৈরি করছে। যা দেশকে নিউ নর্ম্যাল আবহের দিকে এগিয়ে দিয়েছে।’

বলে রাখা ভাল, এই একই ছবি কিন্তু দেখা গিয়েছে, IRCTC-এর ওয়েবসাইটেও। সেখানে টিকিট কাটতে গেলেই প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া বার্তা নজরে পড়বে সকলের। তবে দেশ যখন সেনার সাফল্যে উচ্ছস্বিত, সেই আবহে সরকারের এহেন পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়ছে না কংগ্রেস।

এদিন মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র পীযূষ বাবেলে নিজের এক্স হ্য়ান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘অপারেশন সিঁদুর নিয়ে বিজ্ঞাপন চালাচ্ছে মোদী সরকার। এটা দেশপ্রেম হতে পারে না।’ অন্যদিকে, বিজেপি তরফ থেকে এই প্রসঙ্গে কোনও মন্তব্য পাওয়া না গেলেও। মুখ খুলেছে রেল।

ভারতীয় রেলওয়ে বোর্ডের কর্তা দিলীপ কুমার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, ‘আমরা আমাদের সেনার প্রতি গর্বিত। গোটা দেশ অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করছে। তাই সেই কথা মাথায় রেখেই ভারতীয় রেলমন্ত্রক সিঁদুরের ছাপ নিজেদের টিকিটেও রেখেছে।’

উল্লেখ্য, রেলমন্ত্রক তরফে আরও জানা গিয়েছে, শুধু ডিজিটাল মাধ্যমেই নয়। সিঁদুরের সাফল্য উদযাপন হবে স্টেশনে স্টেশনে। দেশের মোট ২০০টি রেল স্টেশনকে তিরঙ্গার রঙে আলোকিত করা হবে।