অবিলম্বে দেশে ফিরে আসতে বলা হয়েছিল, সিরিয়ায় এখন কী অবস্থায় ভারতীয়রা? কেন্দ্র জানাল বড় আপডেট

Syria Update: সঙ্কট যখন গভীর হচ্ছিল, একের পর এক শহর দখল করছিল সশস্ত্র গোষ্ঠীরা, সেই সময়ই তড়িঘড়ি ভারতীয়দের সিরিয়া ছেড়ে চলে আসার আর্জি জানিয়েছিল বিদেশ মন্ত্রক।

অবিলম্বে দেশে ফিরে আসতে বলা হয়েছিল, সিরিয়ায় এখন কী অবস্থায় ভারতীয়রা? কেন্দ্র জানাল বড় আপডেট
সিরিয়ায় উল্লাস সশস্ত্র বাহিনীর। Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 09, 2024 | 2:12 PM

নয়া দিল্লি: টালমাটাল অবস্থা সিরিয়ায়। বিদ্রোহের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সশস্ত্র গোষ্ঠীর হাতে রাজধানী দামাস্কাস সহ একাধিক শহরের নিয়ন্ত্রণ। প্রধানমন্ত্রীও জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তর করতে রাজি। এই অদ্ভুত জটিল পরিস্থিতিতে কেমন আছেন সে দেশে বসবাসকারী ভারতীয়রা?

সঙ্কট যখন গভীর হচ্ছিল, একের পর এক শহর দখল করছিল সশস্ত্র গোষ্ঠীরা, সেই সময়ই তড়িঘড়ি ভারতীয়দের সিরিয়া ছেড়ে চলে আসার আর্জি জানিয়েছিল বিদেশ মন্ত্রক। সিরিয়ায় ক্ষমতা দখলের পর আপাতত ভারতীয়রা সুরক্ষিত রয়েছেন বলেই খবর সূত্রের।

দামাস্কাসে ভারতীয় দূতাবাস চালু রয়েছে এবং সিরিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। আজ, সোমবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে এই কথা জানানো হয়। পাশাপাশি সিরিয়ায় যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়, সেই আর্জিও জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, “আমরা সিরিয়ার পরিস্থিতির উপরে নজর রাখছি। একতা, সার্বভৌমতা ও  আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সিরিয়ার সমাজের সকল শ্রেণির স্বার্থকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ ও অন্তর্ভূক্ত ক্ষমতা হস্তান্তরের আশা রাখি।”

প্রসঙ্গত, শনিবারই ভারত সরকারের তরফে সিরিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছিল। যাদের পক্ষে সম্ভব, তাদের অবিলম্বে দেশ ছেড়ে ভারতে ফিরে আসতে বলা হয়েছিল। যাদের পক্ষে তা সম্ভব নয়, তাদের যথাসম্ভব বাড়িতে থাকতে এবং সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল। সিরিয়ায় কমপক্ষে ৯০ জন ভারতীয় নাগরিক থাকেন।