BrahMos: সেনার হাতে মিনি ব্রহ্মাস্ত্র, চিনা শত্রুদের ‘ত্রাতা’ এখন ভারত‌ই

ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাইল্যান্ডের মতো অন্তত ৬টি দেশ ব্রহ্মস পেতে আগ্রহী। এদের মধ্যে যোগসূত্র কেবল দেশগুলো চিন ও ভারতের প্রতিবেশি। এবং এদের সবার সঙ্গেই চিনের জমি বিবাদ - ঝগড়া লেগেই আছে

BrahMos: সেনার হাতে মিনি ব্রহ্মাস্ত্র, চিনা শত্রুদের 'ত্রাতা' এখন ভারত‌ই
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 6:50 PM

৪৫০ মিলিয়ন ডলারের ব্রহ্মস মিসাইল চুক্তি। এখনও পর্যন্ত দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা রফতানি। ২০২০ সালে ভারতের কাছ থেকে ব্রহ্মস কেনা নিয়ে কথাবার্তা শুরু করে ইন্দোনেশিয়া। কোভিডের জেরে আর্থিক সমস্যার কারণে তখন চুক্তি চূড়ান্ত করতে পারেনি তারা। গত বছর এপ্রিল থেকে আবার ব্রহ্মস নিয়ে দু-দেশের আলোচনা শুরু হয়। এখন অপেক্ষা কেবল চুক্তি স্বাক্ষরের।

গত জুনে ফিলিপিন্সকে ব্রহ্মস মিসাইল ডেলিভারি করেছে ব্রহ্মস অ্যারোস্পেস কর্পোরেশন। সুত্রের খবর, ভিয়েতনামের সঙ্গেও ব্রহ্মস ডিল যে কোনও দিন চূড়ান্ত হতে পারে। ফিলিপিন্স দিয়ে শুরু, তারপর ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাইল্যান্ডের মতো অন্তত ৬টি দেশ ব্রহ্মস পেতে আগ্রহী। এদের মধ্যে যোগসূত্র কেবল দেশগুলো চিন ও ভারতের প্রতিবেশি। এবং এদের সবার সঙ্গেই চিনের জমি বিবাদ – ঝগড়া লেগেই আছে। প্রায় সবারই অভিযোগ, তাঁদের জমি এবং জলের দখল নিতে চাইছে চিন। আর এখানেই একটা সম্ভাবনা দেখছেন কূটনীতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, চিনের স্ট্রিং অফ পার্লসের পাল্টা রক ইন দ্য ওয়াল কৌশল নিয়েছে ভারত। অর্থাত্‍ শক্রকে ঘিরে থাকা বন্ধুদের হাতে সেরা অস্ত্র তুলে দাও আর দূর থেকে মজা দেখো।

প্রসঙ্গত, চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। উল্লেখ্য, দুনিয়ায় সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায়ের বাস ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ভারতের আমন্ত্রণের বিষয়টা পাকিস্তানের যে খুব একটা পছন্দ হওয়ার কথা নয় তা বলাই বাহুল্য। শাহবাজ শরিফ সরাসরি ওদেশের রাজপরিবার ও প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। শরিফ আবেদন করেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যেন ভারতে আসার আগে পাকিস্তানে আসেন। সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েনি পাকিস্তান‌ও। মুসলিম কার্ড মোক্ষম ব্যবহার করেন পাক প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়া ঘোষণা করেই দিয়েছিল তাদের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ানতো প্রথমে পাকিস্তান হয়ে পরে ভারতে যাবেন। দিল্লি বলে দেয়, সূচি বদলে ভারতের আগে পাকিস্তানে যাওয়াটা কূটনৈতিক শিষ্টাচার নয়। আর এরপরই সিদ্ধান্ত বদলে পাকিস্তান সফর বাতিল করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

এখন প্রশ্ন উঠতেই পারে, দুনিয়ার সবচেয়ে বেশি মুসলিমের বাস যে দেশে তার প্রেসিডেন্ট পাকিস্তানকে ঠেলে ভারতকে বাছলেন কেন? কারণটা সহজ। ব্রহ্মস আর চিনের থ্রেট। বেশ কয়েক বছর ধরেই চিনের চাপে ইন্দোনেশিয়ার হাঁসফাঁস অবস্থা। দুটো দেশের মধ্যে ল্যান্ড বর্ডার না থাকার কারণে ঝামেলাটা মূলত দক্ষিণ চিন সাগরের জলসীমানা নিয়ে। ইন্দোনেশিয়ার জলসীমায় ঢোকার তিনটে এন্ট্রি পয়েন্ট-সহ সে দেশের জলভাগের বড় অংশের উপর দাবি জানিয়েছে বেজিং। ঘনঘন সেখানে ঢুকে সমীক্ষা ও নজরদারি চালাচ্ছে চিনের যুদ্ধজাহাজ। চিনকে চ্যালেঞ্জ করার ক্ষমতা ইন্দোনেশিয়ান নেভির নেই। প্রখ্যাত এক প্রতিরক্ষা বিজ্ঞানীর মতে, ব্রহ্মস অত্যন্ত কার্যকর হলেও খুবই ব্যয়বহুল। এক-একবার ফায়ার করতে খরচ প্রায় ৪০ কোটি টাকা। মিসাইল ও ব্যাটারি দাম মিলিয়ে এত খরচ করা ছোট দেশগুলোর পক্ষে কঠিন। গত এক বছরে ভারত এই খরচ অনেকটাই কমিয়েছে। ফলে, এখন তা প্রায় ২০ কোটির কাছাকাছি দাঁড়িয়েছে। এর পাশাপাশি মিনি ব্রহ্মসের কাজও প্রায় শেষের পথে। মিনি ব্রহ্মস যাকে স্মল ওয়ান্ডার বলে ডাকছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।