AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Defence: এত অস্ত্র, ভারত এমন কাজ করে দিল যে এখন বুক ধড়ফড় করছে পাকিস্তান-বাংলাদেশের

India's Defence Sector: পড়ুয়াদেরও নতুন প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার করতে অনুরোধ করেন কেন্দ্রীয় মন্ত্রী। উদ্ভাবন, উন্নতি ও পরিবর্তনের মাধ্যমে ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ হবে বলেই জানান তিনি।

Defence: এত অস্ত্র, ভারত এমন কাজ করে দিল যে এখন বুক ধড়ফড় করছে পাকিস্তান-বাংলাদেশের
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Feb 26, 2025 | 5:48 PM
Share

নয়া দিল্লি: প্রতিরক্ষা খাতে আরও আত্মনির্ভর ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, ২০২৩-২৪ সালে ভারতের প্রতিরক্ষা রফতানি ২৩ হাজার কোটি পার করে গিয়েছে। অস্ত্র উৎপাদনে দেশ বর্তমানে ৮৮ শতাংশই আত্মনির্ভর হয়ে গিয়েছে। তিনি জানান, ২০২৯ সালের মধ্যে অস্ত্র রফতানি ভারত ৫০ হাজার কোটি টাকায় পৌঁছে যাবে।

আইআইটি মান্ডির ১৬তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তিনি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও প্রযুক্তির ব্য়বহার করতে বলেন তিনি। এআই চিপ উৎপাদন ও কোয়ান্টম টেকনোলজি, সাইবারসিকিউরিটির ব্যবহার আরও বাড়াতে বলেন তিনি।

পড়ুয়াদেরও নতুন প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার করতে অনুরোধ করেন কেন্দ্রীয় মন্ত্রী। উদ্ভাবন, উন্নতি ও পরিবর্তনের মাধ্যমে ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ হবে বলেই জানান তিনি। সাইবার সুরক্ষার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি এআই চিপ, এআই পরিচালিত যুদ্ধাস্ত্র তৈরির প্রয়োজনীয়তাও বোঝান তিনি।

প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতের দ্রুত বৃদ্ধি হচ্ছে, তার উপরে জোর দিয়েই রাজনাথ সিং বলেন যে আগামী ৫ বছরের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্র ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে এআই, মেশিন লার্নিং, ডিজিটাল টেকনোলজির সাহায্যে।

আইআইটি মান্ডির গবেষকদের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, “রোবটিক্স, ড্রোন টেকনোলজি, এআর-ভিআর টেকনোলজি নিয়ে দারুণ কাজ করছেন গবেষকরা। আগামিদিনে কাটিং এজ প্রযুক্তির ব্যবহার হবে প্রতিরক্ষা ক্ষেত্রে।”