AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s Defense Sector: প্রতিরক্ষা খাতে আরও বাড়ল ভারতের শক্তি, বড় তথ্য সামনে এলে বিশ্বকে চমকে দিলেন রাজনাথ সিং

India's Defense Sector: এদিন নয়া দিল্লিতে ভারতীয় শিল্প কনফেডারেশন (সিআইআই)-এর বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সেখানেই এই তথ্য তুলে ধরেন। তাতেই চমকে উঠছে গোটা বিশ্ব।

India's Defense Sector: প্রতিরক্ষা খাতে আরও বাড়ল ভারতের শক্তি, বড় তথ্য সামনে এলে বিশ্বকে চমকে দিলেন রাজনাথ সিং
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংImage Credit: PTI
| Edited By: | Updated on: May 30, 2025 | 7:56 PM
Share

নয়া দিল্লি: আরও শক্তি বাড়ছে ভারতের। শক্তি বাড়ছে ভারতীয় সেনার। বৃহস্পতিবারই বড় তথ্য দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলছেন ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন বাড়ল ১৫ শতাংশের বেশি। ২০২৪-২৫ (FY25) অর্থবর্ষে যা সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছে গিয়েছে। অঙ্কটা এক্কেবারে ১ লক্ষ ৪৬ হাজার কোটি। যা একবছর আগেও ছিল ১ লক্ষ ২৭ হাজার কোটি। শুধু তাই নয়, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ক্ষেত্রেও বড় রেকর্ড করে ফেলেছে ভারত। আলাদা করে তুলে ধরেন বেসরকারি খাতের অবদানের কথাও। 

তথ্য বলছে, বেসরকারি খাতের অবদান মোট প্রতিরক্ষা উৎপাদনের প্রায় ২২ শতাংশ। অঙ্কের বিচারে যা ৩২,০০০ কোটি টাকারও বেশি। এদিন নয়া দিল্লিতে ভারতীয় শিল্প কনফেডারেশন (সিআইআই)-এর বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সেখানেই এই তথ্য তুলে ধরেন। তথ্য বলছে, আগের অর্থবর্ষেই প্রতিরক্ষা খাতে রফতানি থেকে ভারতের ঘরে ঢুকেছে ২৪ হাজার কোটি। যা তার আগের বছরের থেকে ১৪ শতাংশ ছিল। ওই বছর অঙ্কটা ছিল ২১ হাজার ৮৩ কোটি টাকা।  

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ভারতের একাধিক অত্যাধুনিক সমরাস্ত্রের ব্যবহার দেখেছে গোটা বিশ্ব। তাক লেগে গিয়েছে প্রথম বিশ্বের একাধিক তাবড় তাবড় শক্তির। ভারতের প্রত্যাঘাতে কোমর ভেঙে এখন কোমায় দিন কাটাচ্ছে পাকিস্তান। এমতাবস্থায়, এই খবর যে ভারতের জন্য নতুন অক্সিজেন তা বলার অপেক্ষা রাখে না।