Unemployment rate decline: খুলছে কর্মসংস্থানের নতুন দিশা, বেকারত্ব কমছে ভারতে
Unemployment rate decline: এই মুহূর্তে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। শীঘ্রই এক ধাপ ওঠার দিকে এগিয়ে চলেছে ভারত। আবার ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত'-র লক্ষ্য নিয়ে কেন্দ্র। দেশের যুবসমাজের কর্মসংস্থানে জোর দিয়েছে।

নয়াদিল্লি: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার পথে এগিয়ে চলেছে ভারত। দেশে কর্মসংস্থানের নতুন নতুন দরজা খুলছে। ‘মেক ইন ইন্ডিয়া’ আহ্বানে সাড়া দিয়ে ভারতে পণ্য উৎপাদনে জোর দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলি। বাড়ছে কর্মসংস্থান। এবার তথ্য বলছে, দেশে বেকারত্বের হার কমছে। গত বছরের জুলাইয়ের চেয়ে এবছরের জুলাইয়ে বেকারত্বের হার অনেকটাই কমেছে।
পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভ(PLFS)-র সাম্প্রতিক এক তথ্য বলছে, ২০২৪ সালের জুলাইয়ে দেশে বেকারত্বের হার ছিল ৫.৬ শতাংশ। চলতি বছরের জুলাইয়ে তা কমে হয়েছে ৫.২ শতাংশ। পিএলএফএসের এই তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। এই তথ্য দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক।
চলতি বছরে জুলাইয়ে ১৫ কিংবা তার বেশি বয়সি ব্যক্তিদের ক্ষেত্রে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট(LFPR) ছিল ৫৪.৯ শতাংশ। সেখানে চলতি বছরেরই জুন মাসে তা ছিল ৫৪.২ শতাংশ। কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুসারে, একই বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে জুলাই মাসে গ্রামীণ এবং শহরাঞ্চলে LFPR ছিল যথাক্রমে ৫৬.৯ শতাংশ এবং ৫০.৭ শতাংশ। তথ্য বলছে, জুলাই মাসে ১৫ কিংবা তার বেশি বয়সী গ্রামীণ পুরুষদের ক্ষেত্রে LFPR ছিল ৭৮.১ শতাংশ। সেখানে একই বয়সের শহরের পুরুষদের ক্ষেত্রে LFPR ছিল ৭৫.১ শতাংশ।
গ্রামীণ এলাকায় মহিলাদেরও শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বেড়েছে। ২০২৫ সালের জুলাই মাসে একই বয়সের গ্রামীণ মহিলাদের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৩৬.৯ শতাংশ। জুন মাসে যা ছিল ৩৫.২ শতাংশ।
এই মুহূর্তে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। শীঘ্রই এক ধাপ ওঠার দিকে এগিয়ে চলেছে ভারত। আবার ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-র লক্ষ্য নিয়ে কেন্দ্র। দেশের যুবসমাজের কর্মসংস্থানে জোর দিয়েছে।

