AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indigo Flight: ফুয়েল লিক! কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার পরই বড় বিপদের মুখে বিমান

Indigo Flight-Kolkata Airport: কলকাতা থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল ইন্ডিগোর ৬ই ৬৯৬১ বিমানটি। দুপুর ২টো ৫২ মিনিটে কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে যাত্রা করার পথে যখন বারাণসীর আকাশে পৌঁছয় বিমানটি। ঠিক সেই সময় বিমানের যান্ত্রিক ত্রুটি ককপিটে পরিলক্ষিত হয়।

Indigo Flight: ফুয়েল লিক! কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার পরই বড় বিপদের মুখে বিমান
ফাইল ছবিImage Credit: Getty Image
| Updated on: Oct 22, 2025 | 8:43 PM
Share

কলকাতা: মাঝ আকাশে বিমানের ফুয়েল ট্যাঙ্কে লিকেজ। বারাণসী বিমানবন্দরে জরুরি অবতরণ করা হল ইন্ডিগোর বিমান। কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার পর মাঝ আকাশে বিপদের মুখে পড়ে ওই বিমান। বিমানে ছিলেন ১৬৬ জন যাত্রী।

কলকাতা থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল ইন্ডিগোর ৬ই ৬৯৬১ বিমানটি। দুপুর ২টো ৫২ মিনিটে কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে যাত্রা করার পথে যখন বারাণসীর আকাশে পৌঁছয় বিমানটি। ঠিক সেই সময় বিমানের যান্ত্রিক ত্রুটি ককপিটে পরিলক্ষিত হয়। তৎপরতার সঙ্গে বিমানের পাইলট বারাণসী বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চায়। সেই মতো অনুমতি দিলে ১৬৬ জন যাত্রী নিয়ে বারাণসী বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

বারাণসী পুলিশের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৬৬ জন যাত্রীই নিরাপদে রয়েছেন। তাঁদের প্রত্যেককেই সুরক্ষিতভাবে বিমান থেকে নামানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।

তবে ঠিক কী কারণে ফুয়েল ট্যাঙ্কে লিক হল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিন আগেই জম্মু এয়ারপোর্ট থেকে ওড়ার পরই শ্রীনগরগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের এমন একটি ঘটনা সামনে এল। ওড়ার ঠিক কয়েক মুহূর্ত আগেই রানওয়েতে থামিয়ে দেওয়া হয়েছিল সেই বিমান। ধরা পড়ে ইঞ্জিনের ফুয়েল লিক। এছাড়া বুধবার সকালেই মুম্বই থেকে ওড়ার পর এয়ার ইন্ডিয়ার একটি বিমান ফের মুম্বই ফিরে যায়। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেই সিদ্ধান্ত নিতে হয়। সব যাত্রীকেই নিরাপদে নামানো সম্ভব হয়। মাস কয়েক আগেই আমেদাবাদের বিমান দুর্ঘটনায় শতাধিক যাত্রীর মৃত্যু হয়। একজন বাদে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। সেই ঘটনার আতঙ্ক কাটেনি এখনও।