India-Pakistan: পাকিস্তানের গলা শুকিয়ে কাঠ হবে এবার, চন্দ্রভাগা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
Chenab Dam: সিন্ধু অববাহিকার অংশ হল চেনাব বা চন্দ্রভাগা। পাকিস্তানের লাইফলাইন বলা হয়ে এই নদীকে। পাকিস্তানের যে জলের চাহিদা, তার তিন-চতুর্থাংশই আসে ভারত থেকে। পাকিস্তানের কৃষিকাজের ৯০ শতাংশ নির্ভর করে সিন্ধুর জলের উপরে।

নয়া দিল্লি: পাকিস্তানকে মোক্ষম জবাব। কেঁদে কূল পাবে না এবার পড়শি দেশ। পহেলগাঁও হামলার পরই সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। পাকিস্তান যতই অনুরোধ-অনুযোগ করুক, ভারত সাফ জানিয়েছে, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। এবার জম্মু-কাশ্মীরের পাহাড়ে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।
চেনাব বা চন্দ্রভাগা নদীতে যে চারটি বড় বড় হাইড্রোপাওয়ার প্রজেক্ট চলছে, সেগুলির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে পাকাল দুল ও কিরু প্রজেক্টের কাজ শেষ করার কথা বলা হয়েছে। ২০২৮ সালের মার্চ মাসের মধ্যে কাওয়ার প্রজেক্টের কাজ শেষ করতে বলা হয়েছে। পাশাপাশি রাটল বাঁধেও কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতিই জম্মু-কাশ্মীরে দুইদিনের সফরে গিয়েছিলেন শক্তি মন্ত্রী মনোহর লাল খট্টর। সেখানে একাধিক বাঁধ পরিদর্শন করেন তিনি। এরপরই কেন্দ্রের এই সিদ্ধান্ত।
সিন্ধু অববাহিকার অংশ হল চেনাব বা চন্দ্রভাগা। পাকিস্তানের লাইফলাইন বলা হয়ে এই নদীকে। পাকিস্তানের যে জলের চাহিদা, তার তিন-চতুর্থাংশই আসে ভারত থেকে। পাকিস্তানের কৃষিকাজের ৯০ শতাংশ নির্ভর করে সিন্ধুর জলের উপরে। যাবতীয় বাঁধ ও খাল এই সিন্ধুকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। পহেলগাঁও হামলার পরই সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয় ভারত।
বর্তমানে সিন্ধু অববাহিকায় যে প্রজেক্টগুলি চলছে, তার মধ্য়ে অন্য়তম হল কিস্তওয়ারের পাকাল দুল হাইড্রোপাওয়ার প্রজেক্ট। ১০০০ মেগাওয়াটের এই প্রকল্প চেনাবের উপরে সবথেকে বড় জলবিদ্যুৎ প্রকল্প। ভারতের সবথেকে উচ্চতম বাঁধও এটি। ২০১৮ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিতেই এবার কেন্দ্র পাকাল দুলের কাজ দ্রুত শেষ করতে বলা হল।
কিস্তওয়ারে আরও একটি প্রকল্প চলছে, কিরু প্রকল্প। চন্দ্রভাগাক উপরেই ১৩৫ মিটার উচ্চতার বাঁধ তৈরি করা হয়েছে। এই প্রকল্পের কাজও ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে।
