Ram Temple: রাম লাল্লাকে দেখতে গরুর গাড়িতে ৬৩৫ কিলোমিটার পার করবেন ISKON-এর প্রতিনিধিরা
Ram Temple: রবিবার সকালে দিল্লির কৈলাশ কলোনী থেকে শুরু হবে যাত্রা। এই যাত্রাপথেই বহু মানুষ অংশ নেবেন। ইসকন সূত্রে দাবি করা হয়েছে, এইভাবে ধীরে ধীরে যাত্রা করার উদ্দেশ্য হল, চারপাশের সব মানুষের কাছে রামের কথা পৌঁছে দেওয়া।

অযোধ্যা: ২২ জানুয়ারি আসতে আর বেশি দেরি নেই। ওই দিনই মহাসমারোহে রাম লাল্লাকে বসানো হবে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দ্রুত মন্দিরের সব কাজ শেষ করতে দিন-রাত এক করে কাজ করছেন কর্মীরা। কার্যত ওই দিনটির জন্য প্রস্তুতি শুরু হয়েছে সারা দেশে। ওই দিন রাম লাল্লাকে মন্দিরে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ইসকন-এর প্রতিনিধিরা।
মূলত কৃষ্ণের ভাবধারায় অনুপ্রাণিত ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন-এর শাখা হয়েছে দেশে ও বিদেশের একাধিক জায়গায়। রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় পৌঁছতে একটি গরুর গাড়ি বেরতে ইসকন থেকে। ৪১ দিন ধরে যাত্রা করবেন প্রতিনিধিরা। আগামী রবিবার অর্থাৎ ১০ ডিসেম্বর দিল্লি তথা ইন্দ্রপ্রস্থ থেকে যাত্রা শুরু করে অযোধ্যা যাবে সেই গরুর গাড়ি। ৬৩৫ কিলোমিটার পার করবে সেই গাড়ি।
জানা গিয়েছে, রবিবার সকালে দিল্লির কৈলাশ কলোনী থেকে শুরু হবে যাত্রা। এই যাত্রাপথেই বহু মানুষ অংশ নেবেন। ইসকন সূত্রে দাবি করা হয়েছে, এইভাবে ধীরে ধীরে যাত্রা করার উদ্দেশ্য হল, চারপাশের সব মানুষের কাছে রামের কথা পৌঁছে দেওয়া। শুধুমাত্র ভারতীয় নয়, রাশিয়া, মরিশাস সহ একাধিক দেশের নাগরিকেরা এই যাত্রাপথে অংশ নেবেন বলেই মনে করছে ইসকন।
তবে একটানা এই যাত্রা হবে না। প্রতিদিন রাতে কোনও না কোনও গ্রামে হবে রাম কথার আয়োজন। যেখানে রামের কথা বলা হবে, ভজন গাওয়া হবে। রাম ও কৃষ্ণের নাম নিয়ে এই যাত্রা শুরু হওয়ার সময় উপস্থিত থাকবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষি লেখি ও অশ্বিনী চৌবে। উপস্থিত থাকবেন সাধু-সন্তরা।
শুধু তাই নয়, ২০ জানুয়ারি অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের ২ দিন আগে থেকে ওই বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ৫০০০ তীর্থযাত্রীকে বিনামূল্যে খাবার দেবে ইসকন। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ক্যাম্পও করা হচ্ছে।
