AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel-India agreement: দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপ ভারত ও ইজরায়েলের, চুক্তিতে সই ২ দেশের অর্থমন্ত্রীর

Israel and India agreement: ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল তিনদিনের সফরে এদিন (৮ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছন। ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তিনি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গেও বৈঠক করবেন। ইজরায়েলের অর্থমন্ত্রীর তিনদিনের ভারত সফরের মূল উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

Israel-India agreement: দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপ ভারত ও ইজরায়েলের, চুক্তিতে সই ২ দেশের অর্থমন্ত্রীর
চুক্তিতে স্বাক্ষর করছেন ভারত ও ইজরায়েলের অর্থমন্ত্রীImage Credit: Israeli Finance Ministry Spokesperson
| Updated on: Sep 08, 2025 | 9:00 PM
Share

নয়াদিল্লি: দ্বিপাক্ষিক বিনিয়োগ নিয়ে চুক্তি স্বাক্ষর করল ভারত ও ইজরায়েল। সোমবার নয়াদিল্লিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই চুক্তির ফলে দ্বিপাক্ষিক বিনিয়োগ আরও সহজতর হবে। বিনিয়োগকারীরা আরও নিশ্চিন্ত হয়ে বিনিয়োগ করতে পারবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক্স হ্যান্ডলে এক বার্তায় এ কথা জানিয়েছে।

বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ চুক্তির উদ্যোগ নিয়েছে ভারত। ইজরায়েল হল অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (OECD)-র প্রথম সদস্য দেশ যার সঙ্গে ভারত এই চুক্তি স্বাক্ষর করল। এই দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি (BIA)-র ফলে বিনিয়োগকারীরা কোনও সমস্যায় পড়লে, মধ্যস্থতার মাধ্যমে তার সমাধান করা যাবে।

ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল তিনদিনের সফরে এদিন (৮ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছন। ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তিনি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গেও বৈঠক করবেন। ইজরায়েলের অর্থমন্ত্রীর তিনদিনের ভারত সফরের মূল উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির ফলে ভারতে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা বাড়বে বিদেশি বিনিয়োগকারীদের। ইজরায়েলের বিনিয়োগকারীদের জন্যও ভারতে বিনিয়োগ সহজ হবে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পথও প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। ইজরায়েলের সঙ্গে চুক্তিতে স্বাক্ষরের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, এই চুক্তি দুই দেশের বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করবে। প্রযুক্তি, জ্বালানি, কৃষি, জল এবং স্মার্ট সিটির মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।