Money Recovered: ২৫০ কোটি পার! এখনও চলছে গণনা, জনগণের লুটের টাকা ফেরানোর ‘গ্যারান্টি’ মোদীর
IT Raid: আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর রাঁচির বাড়িতে তল্লাশি চালিয়ে তিন ব্যাগ টাকা উদ্ধার করা হয়েছে। তাঁর সহকারী, বান্টি সাহুর বাড়ি থেকে ১৯ ব্যাগ টাকা উদ্ধার করা হয়। আয়কর আধিকারিকরা জানিয়েছেন, বান্টির বাড়ি থেকে কমপক্ষে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
রাঁচি: ২০০ কোটির গণ্ডি পার করে গিয়েছে। এখনও উদ্ধার হচ্ছে টাকা (Money Recovered)। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর (Dheeraj Sahu) ওড়িশা ও ঝাড়খণ্ডের বাড়ি থেকে তিনদিন পরও উদ্ধার হচ্ছে টাকা। চলতি সপ্তাহের বুধবার আয়কর দফতর (Income Tax Raid) হানা দিয়েছিল সাংসদ ধীরজ সাহুর বাড়িতে। সেখান থেকে আলমারি ভর্তি টাকা উদ্ধার করা হয়। এরপর তাঁর সহকারীর বাড়িতেও হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবারও সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে বস্তা ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে।
আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর রাঁচির বাড়িতে তল্লাশি চালিয়ে তিন ব্যাগ টাকা উদ্ধার করা হয়েছে। তাঁর সহকারী, বান্টি সাহুর বাড়ি থেকে ১৯ ব্যাগ টাকা উদ্ধার করা হয়। বান্টি সাহু ওড়িশার মদের কারখানাগুলির নজরদারির দায়িত্বে ছিলেন। আয়কর আধিকারিকরা জানিয়েছেন, বান্টির বাড়ি থেকে কমপক্ষে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে ২২৫ কোটি টাকা উদ্ধার হয়েছে এখনও অবধি। ওড়িশার একাধিক জায়গায় এখনও তল্লাশি চলছে। বৃহস্পতিবার ২০০ কোটি টাকা গোনা সম্ভব হয়েছিল। শুক্রবার আরও ২৫ কোটি গোনে আয়কর দফতর। কংগ্রেস সাংসদের বাড়িতে তিন ডজন টাকা গোনার মেশিন আনা হয়েছে। বিপুল পরিমাণ টাকা ও সীমীত সংখ্যক মেশিন থাকায় টাকা গুনতে সময় লাগছে।
देशवासी इन नोटों के ढेर को देखें और फिर इनके नेताओं के ईमानदारी के ‘भाषणों’ को सुनें… 😂😂😂
जनता से जो लूटा है, उसकी पाई-पाई लौटानी पड़ेगी, यह मोदी की गारंटी है।
❌❌❌💵 💵 💵❌❌❌ pic.twitter.com/O2pEA4QTOj
— Narendra Modi (@narendramodi) December 8, 2023
এদিকে, কংগ্রেস সাংসদের বাড়ি থেকে টাকা উদ্ধার নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ছবি পোস্ট করে তিনি লেখেন, “দেশবাসীর এই টাকার বান্ডিল দেখা উচিত এবং এই নেতাদের সত্য ভাষণ শোনা উছ্ত। জনগণের কাছ থেকে যা কিছু লুট করা হয়েছে, প্রত্যেকটা পয়সা ফেরত আসবে। এটাই মোদীর গ্যারান্টি।”