করোনা আবহেও হবে রথযাত্রা, কিন্তু…

ওড়িশা স্প্যাশাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা জানিয়েছেন, ভক্ত ছাড়াই হবে পুরীর রথযাত্রা।

করোনা আবহেও হবে রথযাত্রা, কিন্তু...
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 10, 2021 | 5:46 PM

পুরি: গত বছর করোনার (COVID 19) কারণে বন্ধ হয়েছিল পুরির রথযাত্রা। এ বারও দ্বিতীয় ঢেউয়ে ভাসছে গোটা দেশ। এ বার রথযাত্রা হবে। বৃহস্পতিবার এ কথাই জানিয়েছে ওড়িশা সরকার। আগামী ১২ জুলাই পুরীতে হবে জগন্নাথ দেবের রথযাত্রা। তবে কোনও ভক্ত পুরীর রথযাত্রায় সামিল হতে পারবেন না। স্রেফ টিকার ২ ডোজ় প্রাপ্ত সেবাইতরা রথযাত্রায় থাকতে পারবেন।

ওড়িশা স্প্যাশাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা জানিয়েছেন, ভক্ত ছাড়াই হবে পুরীর রথযাত্রা। তিনি জানিয়েছেন, গত বার সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছিল, সেই মতোই এ বারের পুরীর রথযাত্রা হবে। প্রদীপ কে জানা বলেন, “শুধুমাত্র করোনা নেগেটিভ ও টিকাপ্রাপ্ত সেবাইতরাই রথযাত্রার রীতিতে অংশগ্রহণ করতে পারবে।”

করোনা আবহে পুরী মন্দিরের দরজা ভক্তদের জন্য আপাতত বন্ধ। আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ দর্শন। গত বছরের মচো এ বারও সরাসরি সম্প্রচার দেখা যাবে পুরীর রথযাত্রার। স্নান যাত্রা, গণ্ডিচা যাত্রা থেকে শুরু করে নীলাদ্রি বিজে সবটাই সরাসরি সম্প্রচারিত হবে। এ ছাড়া রথযাত্রার দিনগুলিতে সমগ্র পুরী জুড়ে থাকবে কার্ফু। ওড়িশার অন্য কোথাও পালিত হবে না রথযাত্রা।

আরও পড়ুন: করোনাকালে শিশুদের দেহেও ব্ল্যাক ফাঙ্গাসের হানা, কোন কোন ওষুধে মিলবে মারণ সংক্রমণ থেকে মুক্তি?