করোনা আবহেও হবে রথযাত্রা, কিন্তু…
ওড়িশা স্প্যাশাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা জানিয়েছেন, ভক্ত ছাড়াই হবে পুরীর রথযাত্রা।
পুরি: গত বছর করোনার (COVID 19) কারণে বন্ধ হয়েছিল পুরির রথযাত্রা। এ বারও দ্বিতীয় ঢেউয়ে ভাসছে গোটা দেশ। এ বার রথযাত্রা হবে। বৃহস্পতিবার এ কথাই জানিয়েছে ওড়িশা সরকার। আগামী ১২ জুলাই পুরীতে হবে জগন্নাথ দেবের রথযাত্রা। তবে কোনও ভক্ত পুরীর রথযাত্রায় সামিল হতে পারবেন না। স্রেফ টিকার ২ ডোজ় প্রাপ্ত সেবাইতরা রথযাত্রায় থাকতে পারবেন।
ওড়িশা স্প্যাশাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা জানিয়েছেন, ভক্ত ছাড়াই হবে পুরীর রথযাত্রা। তিনি জানিয়েছেন, গত বার সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছিল, সেই মতোই এ বারের পুরীর রথযাত্রা হবে। প্রদীপ কে জানা বলেন, “শুধুমাত্র করোনা নেগেটিভ ও টিকাপ্রাপ্ত সেবাইতরাই রথযাত্রার রীতিতে অংশগ্রহণ করতে পারবে।”
Puri Rath Yatra will be held this year following COVID restrictions, without the participation of devotees, only with servitors. Supreme Court guidelines, issued last year, to conduct the Rath Yatra will be followed: Odisha Special Relief Commissioner Pradeep K Jena
(File pic) pic.twitter.com/8Cno4YBwvw
— ANI (@ANI) June 10, 2021
করোনা আবহে পুরী মন্দিরের দরজা ভক্তদের জন্য আপাতত বন্ধ। আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ দর্শন। গত বছরের মচো এ বারও সরাসরি সম্প্রচার দেখা যাবে পুরীর রথযাত্রার। স্নান যাত্রা, গণ্ডিচা যাত্রা থেকে শুরু করে নীলাদ্রি বিজে সবটাই সরাসরি সম্প্রচারিত হবে। এ ছাড়া রথযাত্রার দিনগুলিতে সমগ্র পুরী জুড়ে থাকবে কার্ফু। ওড়িশার অন্য কোথাও পালিত হবে না রথযাত্রা।
আরও পড়ুন: করোনাকালে শিশুদের দেহেও ব্ল্যাক ফাঙ্গাসের হানা, কোন কোন ওষুধে মিলবে মারণ সংক্রমণ থেকে মুক্তি?