Jammu And Kashmir: কোনঠাসা দুই জঙ্গি, ঘিরে ধরেছে সেনা-পুলিশ-CRPF, চলছে তীব্র গুলি-যুদ্ধ
Jammu And Kashmir: শুক্রবার (৫ ডিসেন্বর) ভোরে, কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, শোপিয়ান জেলার চোটিগাম এলাকায় সেই দুই জঙ্গির সঙ্গে গুলি-যুদ্ধ শুরু হয়েছে যৌথ বাহিনীর। তারা কোনঠাসা হয়ে পড়েছে। এই বিষয়ে পরবর্তী সময়ে আরও বিশদ জানানো হবে।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায়, শুক্রবার (৫ ডিসেন্বর) ভোর থেকে ফের সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারই শোপিয়ান জেলার কুলগামে, পুরো এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছিল শোপিয়ান পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর এক যৌথ বাহিনী। তবে, সেই যাত্রায় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আটকে পড়েও, শেষ পর্যন্ত পালিয়ে গিয়েছিল দুই জঙ্গি।
#Encounter has started at Chotigam area of #Shopian district. Shopian Police, Army & CRPF are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) January 4, 2024
শুক্রবার ভোরে, কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, শোপিয়ান জেলার চোটিগাম এলাকায় সেই দুই জঙ্গির সঙ্গে গুলি-যুদ্ধ শুরু হয়েছে যৌথ বাহিনীর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, কাশ্মীর জোন পুলিশ লিখেছে, “শোপিয়ান জেলার চোটিগাম এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়েছে। শোপিয়ান পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ একসঙ্গে কাজ করছে। পরে এই বিষয়ে আরও বিশদ বিবরণ জানানো হবে।”
একজন পুলিশ কর্তা জানিয়েছেন, শোপিয়ানের চোটিগাম এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে আছে, এই বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই এদিন ভোরে ওই এলাকা ঘিরে সেখানে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। অভিযানের এক পর্যায়ে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আচমকা গুলি ছুড়তে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। যৌত বাহিনীও পাল্টা জবাব দেয়। আর তা থেকেই দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়। এখনও পর্যন্ত কোনও তরফেই হতাহতের খবর নেই।